আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

পুলিশ সদস্যের সাহসিকতা চোরের পিছু ধাওয়া করে মোটরসাইকেল উদ্ধার

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৩, রাত ০৮:০৩

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৭ সেপ্টেম্বর॥ চোরের পিছু ধাওয়া করে এক পুলিশ সদস্যদের সাহসিকতায় চুরি যাওয়া একটি মোটর সাইকেল উদ্ধার হয়েছে। এ সময় মটরসাইকেল দুই চোর পালিয়ে যায়। শুক্রবার ভোরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুলপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। সৈয়দপুর টাউন পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মোস্তাক আলী জানান তিনি বৃহস্পতিবার রাতে সৈয়দপুর বাইপাস সড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুই ব্যাক্তি দ্রুতগতিতে একটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। তাদের চ্যালেঞ্জ করার আগেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে তিনি ওই মোটরসাইকেলটির পিঁছু নেন। তিনি পিঁছু নিয়েছে টের পেয়ে ওই দুই ব্যাক্তি আরো দ্রুতিগতিতে মোটরসাইকেলটি নিয়ে শহর বাইপাস হয়ে বোতলাগাড়ীর দিকে যেতে থাকে। তিনিও তার মটরসাইকেল দ্রুতবেগে পিঁছু নিয়ে ধাওয়া করতে থাকেন। ফলে ওই দুই ব্যাক্তি পুলপাড়া এলাকার রাস্তা ওপর মোটরসাইকেলটি ফেলে আমন ধান তে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সৈয়দপুর থানায় খবর দিয়ে পুলিশ সদস্যদের সহযোগিতায় মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ অবস্থায় শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আব্দুল হাফিজ সৈয়দপুর থানায় এসে তার সৈয়দপুর শহরের মসজিদ রোডের বাস ভবন থেকে ‘ডিসকভার’ ১২৫ সিসি’র মোটরসাইকেলটি (নম্বর: দিনাজপুর –হ-১১-৯৪২১) বাড়ির বারান্দার গ্রীল ও তালা ভেঙ্গে চুরি হয়েছে বলে অভিযোগ দিতে এসে থানা থেকেই তার মটরসাইকেলটি ফেরত পান। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান প্রভাষকের বাড়ি তদন্ত করে এবং তার চুরিরযাওয়া মটরসাইকেলের কাগজ পরীক্ষার পর প্রভাষক আব্দুল হাাফিজের হাতে মটরসাইকেলটি হস্তান্তর করা হয়। মোটরসাইকেলের মালিক প্রভাষক আব্দুল হাফিজ জানান, সৈয়দপুর থানার পুলিশ সদস্য এটিএসআই মোস্তাক আলীর সাহসিকতার কারণে তাঁর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার সম্ভব হয়েছে। তিনি বলেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি চুরি যাওয়া মটরসাইকেলটি ফেরত পাবো। সৈয়দপুর টাউন পুলিশ ফাঁড়ির এটিএসআই মোস্তাক আলী জানান,শান্তি-শৃংখলা বজায় রাখা, জনগণের জান ও মাল রা এবং সেবা করা পুলিশের দায়িত্ব। এই দায়িত্ব থেকে পিছ পা হইনি বলেই মটরসাইকেলটি উদ্ধার করতে পেরেছি।

মন্তব্য করুন


 

Link copied