নাটোর: নাটোরের বড়াইগ্রামের হৈবতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আনিসুর রহমান আরিফ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে নাটোর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।