আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে মুজিবনগর দিবস পালিত

মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮, বিকাল ০৭:০৪

নীলফামারীতে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. জোনাব আলী, নীলফামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, মুক্তিযোদ্ধা কান্তিভূষণ কুন্ডু প্রমুখ। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগঃ- ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলে নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সস্পাদক মাসুদ সরকার মাসুদের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সজল কুমার ভৌমিক, সদর উপজেলা যুবলীগ সভাপতি প্রবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগের নীলফামারী পৌর সভাপতি শাহজাহান আলী, সহ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হোসেইন খান মানিক, পৌর কমিটির ৩নং ওয়ার্ডের প্রাক্তন সভাপতি রিপন মজুমদার উপস্থিত ছিলেন।এছাড়া সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। ডোমারঃ ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির আয়োজন করে উপজলা প্রশাসন। দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সহকারী কমান্ডার ইলিয়াছ হোসেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জলঢাকাঃ-জলঢাকা উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, উপজেলা প্রকৌশলী হারুন-অর রশীদ, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জসির উদ্দিন ও অনির্বাণ বিদ্যাতীর্থ স্কুলের শিক্ষার্থী সাবিহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য করুন


 

Link copied