আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

রংপুরে শিশু লিমনের মুত্যু গুজব; চিকিৎসক বলছেন বেঁচে আছে (ভিডিও)

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮, রাত ০৮:০৮

স্টাফ রিপোর্টার: রংপুর নগরীর জনসেবা ক্লিনিকে শিশু লিমন বাবুর মৃত্যু সংবাদ প্রচারের ৩ তিন পরেও তার চিকিৎসা চলছে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ বাবু জীবিত থাকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডাঃ মহিউদ্দিন বলেন, শিশুর শরীরে স্যালাইন স্বাভাবিকভাবে চলছে এবং তার হার্টবিট সচল রয়েছে। এতেই বোঝা যায় শিশুটি এখনো জীবিত আছে। হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আক্কাস বলেন, জনসেবা ক্লিনিক থেকে প্রেরিত শিশু বাবু এখনো জীবিত আছে। তবে, তাঁর অবস্থা বেশি একটা ভালো না। বিকেল পৌনে চারটায় প্রাইম মেডিকেল কলেজ বাবুর দাদা আবু বক্কার সিদ্দিক ও চাচা কবিরুল ইসলাম জানান, কিছুক্ষণ আগে লিমন বাবুকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দেখেছেন। সেখানে বাবুর শ্বাস-প্রশ্বাস নেওয়া ও নড়াচড়া করতে দেখেছেন বলে জানান তারা। এ বিষয়ে জনসেবা ক্লিনিকের পরিচালক ডাঃ মোসাদ্দেকুল ইসলাম বলেন, গত সোমবার শিশু লিমন বাবুর অপারেশন করা হয়। অপারেশনের পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমান সেখানে শিশুটির চিকিৎসা চলছে। উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর গ্রামের বাতেন আলীর চার বছরের শিশুপুত্র লিমন বাবুকে গত সোমবার হার্ণিয়া অপারেশনের জন্য জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয় এবং ওইদিনই শিশুটির অপারেশন করা হয়। গতকাল (১৮ এপ্রিল) সন্ধ্যায় কে বা কাহারা শিশুটি মারা গেছে বলে প্রচারণা চালালে সাংবাদিকসহ এলাকার মানুষজন ওই ক্লিনিকের সামনে ভীড় জমায়। এ সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় এবং হামলা চালানো হয়। এতে এশিয়ান টিভির ক্যামেরাম্যান একেএম সুমন মিয়া গুরুতর আহত হয়। সুমন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied