আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

লালমনিরহাটে ক্ষুদে পুলিশ অফিসার আবিরের সালামে মুগ্ধ দর্শক

শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, রাত ০৮:৪১

নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট: দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত বাংলাদেশ পুলিশ বাহিনী। এ বাহিনীর ক্ষুদে অফিসার হিসেবে আব্দুর রহমান আবিরের সালাম প্রদানের ভঙ্গি দৃষ্টি কারে হাজারো দর্শকের। শুক্রবার(২০ এপ্রিল) বিকেলে লালমনিরহাট পুলিশ লাইন মাঠে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজ গ্রুপে পুলিশ অফিসার সাজে আবির। ক্ষুদে পুলিশ অফিসার আবির লালমনিরহাট জেলা পুলিশ পরিচালিত ফাকল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের প্লে শ্রেনীর ছাত্র। সে লালমনিরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের উপ পরিদর্শক(এসআই) আসাদ হোসেন জুয়েলের ছেলে। জেলা পুলিশ আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় ক্ষুদে শিক্ষার্থী আবির পুলিশের সহকারী উপ পরিদর্শকের পোশাক ও ছোট ব্যাচ পরিধান করে মাঠের অতিথী ও দর্শকদের সশস্র সালাম প্রদান করে। এ ছাড়াও দর্শকদের নানা মুখি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে অকপটে। শুধু তাই নয় পুলিশের দায়িত্ব ও কাজ সম্পর্কে অকপটে বলে দিচ্ছে ক্ষুদে এ পুলিশ অফিসার। শুধু সালামই নয় পিটে 'মোর্দ্দা সালামী পার্টি কমান্ডার' প্লে কার্ড ঝুলিয়ে পুলিশের পিটি প্যারেট ও শারীরিক কসরত প্রদর্শন করে। বর্তমানে মাদক ও জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন কৌশলও প্রশ্নকারীকে বলে দিচ্ছে আবির। সব মিলে দর্শকদের দৃষ্টি ছিল এ ক্ষুদে পুলিশ অফিসারের দিকে। ক্ষুদে এ পুলিশ অফিসার আবির জানায়, জিবন বাজি রেখে পুলিশ সদস্যরা নাগরিকদের নিরাপত্তা দিয়ে আসছে। সে পুলিশ সদস্যের ছেলে হিসেবে নিজেকে গর্ববোধ করে। মানব সেবা ও সুশৃঙ্খল জিবন গঠনে সেও ভবিষ্যাতে পুলিশ কর্মকর্তা হতে চায়। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিত্বে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক(ডিআইজি) খন্দকার গোলাম ফারুক পিপিএম, বিপিএম ও তার পত্নী মিসেস শারমিন আক্তার খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ বজলুর রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্যাপটেন (অবসর) আজিজুল হক বীরপ্রতিক এবং জেলা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকরা।

মন্তব্য করুন


 

Link copied