আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

লন্ডন থেকে মোবাইল কলে তারেক জিয়া- যা বললেন॥ছাত্রদলের কর্মী সমাবেশ বর্জন, নীলফামারীর বিএনপির কর্মী সমাবেশে

শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮, রাত ০৯:৪৩

আজ শুক্রবার বিকেলে নীলফামারী শহরের পৌরমার্কেটের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশে লন্ডন হতে মোবাইল কলের মাধ্যমে বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের গুজবে কান না দিয়ে কোন অপশক্তির ফাদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান। তারেক রহমান ১০ মিনিটের মোবাইল কলের ভাষনে বর্তমান সরকারকে দূর্নীতিবাজ, স্বৈরাচার, ব্যাংক ডাকাত হিসাবে আখ্যায়িত করে বলেন খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছে। তাই আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার হতে মুক্ত করে জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানায় নেতাকর্মীদের। তারেক রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন স্বৈরাচার এই সরকারের কারনে দেশের পত্রপত্রিকাগুলো প্রাণখুলে লিখতে পারছেনা। সকলকে জিম্মি করে রাখা হয়েছে। জিয়া অরফানের ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হয়েছে ৫ বছর। তিনি এখন ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রয়েছে। মামলার অন্য আসামী লন্ডনে চিকিৎসাধিন বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে ১০ বছর।সেই লন্ডন থেকেই ভিডিও কলে তিনি তার মা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। তারেক জিয়া বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের ব্যাক্তিগত মোবাইলে কল দিয়ে বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিজানুর রহমান মিনু। তিনি তার বক্তব্যে বলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোন নির্বাচন হতে দেওয়া হবে না ।তিনি বলেন, সরকার আবারো যদি ২০১৪সালের ৫জানুয়ারীর মত জাতীয় নির্বাচনের স্বপ্ন দেখে তাহলে সেটা হবে ভুল। বিএনপির নেত্রীকে জেলে থেকে বর্তমান সরকার নিজের মত করে সবকিছু করবে এটা মেনে নেওয়া হবে না। খালেদা ছাড়া কোন নির্বাচন হবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান। অন্যান্যের মধ্যে নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা, মিনু বলেন, বিরোধী দলের উপর দমন পিড়ন চালিয়ে একদলীয় শাষন প্রতিষ্ঠা করে বিশ্বের বুকে স্বৈরচার হিবেবে নাম লিখিয়েছেন শেখ হাসিনা। এটা দেশের মানুষের জন্য লজ্বার খবর। যতই দমন নিপিড়ন চালানো হোক না কেন বেগম জিয়াকে মুক্ত করা হবেই। নেত্রীকে জেলে রেখে জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা মন্তব্য করে তিনি বলেন, যার কারণে নানা ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্ত কোন ষড়যন্ত্রই সফল হবে না। অপর দিকে বিএনপি কর্মী সমাবেশে জেলা ছাত্রদল নেতাকর্মীদের আমন্ত্রণ না জানানোয় কর্মী সমাবেশ প্রত্যাখান করে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মী সমাবেশ চলাকালে চৌরঙ্গী মোড় থেকে ছাত্রদলের মিছিল দলীয় কার্যালয় অতিক্রম করে শহরের পিটিআই মোড়ে সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের উপ-সম্পাদক রেদওয়ান হোসেন বাবু, জেলা ছাত্রদল সভাপতি সালেকীন আহমেদ সজীব, সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন।

মন্তব্য করুন


 

Link copied