আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

জলঢাকায় দুই প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকসভা

শনিবার, ২১ এপ্রিল ২০১৮, রাত ০৮:১২

জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ তালেবুর রহমান ও বিন্যাকুড়ি বিসি সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু দীপেন্দ্রনাথ সরকার দিপু বাবুর মৃত্যুতে শোকসভা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা শাখা। আজ শনিবার বিকেলে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিন্যাকুড়ি বিসি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন আলীর সভাপতিত্বে শোকসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক বাবু রবীন্দ্র নারায়ন ভট্রাচার্য। ুএসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক আলতাব হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক শাহ মো. ফয়জুল ইসলাম ও আবেদ আলী, সাবেক প্রধান শিক্ষক জমশেদ আলী, লুৎফর রহমান বিএসসি, সাবেক শিক্ষক আব্দুল বাকী, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলী ও শৌলমারী স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ ওয়াহেদুর রহমান রুবেল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন দুুই শোকাহত পরিবারের পক্ষ থেকে শাহ মো. আফজালুর রহমান ও রতন কুমার সরকার। শোকসভায় বক্তারা কৃতিমান দুইজন শিক্ষকের শিক্ষাবিস্তারের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। শোকসভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত প্রধান শিক্ষক বাবু দীপেন্দ্রনাথ সরকার বাংলাদেশ আওয়ামীলীগের জেলা ও উপজেলা কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি গত ১৭ মার্চ ভোরবেলা ইহলোক ত্যাগ করেন। মরহুম প্রধান শিক্ষক শাহ তালেবুর রহমান বাংলাদেশ শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা শাখার সাবেক সভাপতি, বি,আর,ডি,বি'র চেয়ারম্যান ও জলঢাকা ডিগ্রী কলেজর গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি গত ১৩ এপ্রিল দুপুর ১.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। পারিবারিক সুত্রে জানা যায় তিনি প্যারালাইজড হয়ে দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied