আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে, পরবর্তী শুনানি ১০ মে

রবিবার, ২২ এপ্রিল ২০১৮, দুপুর ০১:১৭

ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ রোববার আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় এ মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মে নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে কারাবন্দী খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে আনা যায়নি বলে জানান তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। পরে আদালত খালেদা জিয়ার হাজিরের জন্য ১০ মে দিন ধার্য করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা সাবেক এ প্রধানমন্ত্রীকে বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান ২৮ মার্চ আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যু করেন। এর পর ২৮ মার্চ ও ৪ এপ্রিল দিন ধার্য থাকলেও অসুস্থতার জন্য তাকে আদালতে হাজির করা হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ১ ফেব্রুয়ারি আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত রয়েছে এবং খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকি আছে। একই বিচারক অরফানেজ ট্রাস্ট মামলায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন এবং ওইদিনই তাকে কারাগারে পাঠান। ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল হয়।

মন্তব্য করুন


 

Link copied