আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

নিজে মোটরসাইকেল চালিয়ে তিস্তার দুর্গম সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

শনিবার, ২৮ এপ্রিল ২০১৮, রাত ০৮:১৮

স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি শনিবার (২৮ এপ্রিল) দুপুরে নিজে মোটরসাইকেল চালিয়ে তিস্তার দুর্গম সীমান্তপথ পরিদর্শন করেছেন। এই প্রথম কোনও বিজিবি মহাপরিচালক নিজেই মোটরসাইকেল চালিয়ে দুর্গম সীমান্তপথ ঘুরে দেখলেন। এ সময় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে সঙ্গে মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি বলেন, আপনাদের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের বিষয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো। আপনারা বিজিবির জন্য দোয়া করবেন। স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘ক্যাম্প পরিদর্শন করতে এসে জানতে পারলাম গাড়ী চলাচলের রাস্তা নেই। সেজন্য মোটরসাইকেলে করেই ঘুরে দেখলাম। এতে কষ্ট হয়নি। আনন্দ পেয়েছি। আমার লোকজনের চলাচলের পথটা কতটা কঠিন, তা দেখলাম। এসব সরকারের উচ্চমহলে তুলে ধরার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘বিজিবি-বিএসএফের চমৎকার সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমরা মানবিক সীমান্ত ব্যবস্থাপনা তৈরির চেষ্টা করছি। ইতোমধ্যে সীমান্ত হত্যা আশাব্যঞ্জকভাবে কমেছে। আমরা সীমান্তে একজন নিরীহ মানুষেরও হত্যা চাই না। বিএসএফও একমত হয়েছে।’ সীমান্তের লোকজনকে বিনা পাসপোর্টে অহেতুক সীমান্তে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিজিবি আলোকিত সীমান্ত ব্যবস্থা চালু করেছে। প্রয়োজনে লালমনিরহাটেও আলোকিত সীমান্ত চালু করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের (রংপুর জোন) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন, পরিচালক (অপারেশন-রংপুর জোন) লেফটেন্যান্ট কর্নেল হাসান মোর্শেদ, বিজিবির রংপুর সেক্টর পরিচালক কর্নেল আজিজুল কাহার, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মাসুম জিয়া বিন কুদ্দুস, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক (টুআইসি) মেজর মুহিত উল আলম, মেজর আনোয়ার হোসেন ও টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।

মন্তব্য করুন


 

Link copied