আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

জলঢাকার মীরগঞ্জহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন

বৃহস্পতিবার, ১০ মে ২০১৮, বিকাল ০৭:৩৩

নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিকলে মীরগঞ্জ হাট এলাকায় একটি ভাড়া বাড়িতে স্থাপিত কেন্দ্রটির ফিতা কেটে উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআই খন্দকার গোলাম ফারুক। উদ্বোধন শেষে মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশ নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব এসএম সফিকুল আলম, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান মীর হামিদুল এহচান, গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম তার বক্তব্যে জঙ্গীবাদ ও মাদকের কুফলের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষার জন্য এলাকাবাসীকে বৃক্ষরোপন করার তাগিদ দিয়ে সচেতন হওয়ার আহবান জানান। সংসদ সদস্য আধ্যাপক গোলাম মোস্তফা বলেন, গোটা উপজেলাকে সমতাভিত্তিক উন্নয়নের জন্য মীরগঞ্জ এলায় পুলিশ তদন্ত কেন্দ্র , খাদ্যগুদাম, সাব-রেজিস্টার অফিস স্থাপন করা হয়েছে। এখানে ১০ শয্যার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন, রাস্তাঘাট নির্মান করা হয়েছে। মীরগঞ্জ ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে। এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এলাকায় একটি মিনি স্টেডিয়াম নির্মান, চারালকাটা নদীতে সেতু নির্মাণ করা হবে। তিন মাসের মধ্যে তদন্ত কেন্দ্রের জমি অধিগ্রহন করে বহুতল ভবন নির্মান কাজ শুরু হবে। রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, উন্নয়নের পূর্ব শর্ত আইনশৃঙ্খলা ঠিক রাখা। উন্নয়নে প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ। দেশের আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ থাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতির নামে যে কোন ফৌজদারী অপরাধ আমারা কঠোর হস্তে দমন করবো। আইন মৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের । জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আপাতত একটি ভাড়া বাসায় তদন্ত কেন্দ্রটির কার্যক্রম শুরু হলো। কেন্দ্রটির অধীনে উপজেলার মীরগঞ্জ, ধর্মপাল, গোলনা ও শিমুলবাড়ি ইউনিয়ন থাকবে।

মন্তব্য করুন


 

Link copied