আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

সোমবার, ১৪ মে ২০১৮, রাত ০৮:৫৯

মহানগর প্রতিনিধি: জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ( ১৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় কোটা বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে রংপুর প্রবেশের প্রাণকেন্দ্র মডার্ন মোড় অবরোধ করেন তারা। এ সময় আন্দোলনকারীরা 'প্রজ্ঞাপন জারি করো, নইলে বুকে গুলি করো', 'কোটা নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা' আর নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন' প্রভৃতি স্লোগান দিতে থাকে। পরে রংপুরের সহকারী পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ (এ-সার্কেল), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। পরে মাগরিবের আজানের সময় তারা অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পার্কের মোড়ে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন-সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রংপুর বিভাগীয় আহবায়ক ওয়াদুদ সাদমান, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও সমন্বয়ক প্রিন্স। সমাবেশে বক্তরা বলেন, আমরা প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বাস্তবায়ন চাই। আমরা টেবিলে বসে পড়তে চাই, ক্লাস করতে চাই আর আন্দোলন করতে চাই না। এজন্য প্রধানমন্ত্রীকে দ্রুত প্রজ্ঞাপন জারি করার আহ্বানও জানান তারা। অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা রমজানের মধ্যেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কেন্দ্রের যে কোনো কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন


 

Link copied