আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

দিনাজপুরে বন্ধুকযুদ্ধে গাল কাটা বাবু নিহত, ২ পুলিশ আহত

রবিবার, ২০ মে ২০১৮, দুপুর ১২:৪৭

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের বিরলে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু (৪০)নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে,পুলিশের দু’সদস্য আরিফুল ও শহিদুল ইসলাম। তাদের ভর্তি করা হয়েছে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু বিরল উপজেলার তেঘরা নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। ঘটনাটি ঘটেছে,আজ রোববার ভোর সাড়ে ৩টায় দিনাজপুর-বিরল উপজেলা সড়কের ২ নং ফরক্কাবাদ ইউপি’র সাবদাপাড়া নার্সারী এলাকায়। ঘটনাস্থল থেকে পুলিশ টু-টু বোর রাইফেল সদৃশ্য একটি বন্ধুক,৪টি ককটেল,২টি সামুরাই ও ১৯৩ পিস ফেন্সিডিল উদ্ধার করেছে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ সরকার জানায়,ফেন্সিডিলের চালান যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু ও তার সহযোগিতা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ আত্ম রক্ষার্থে পাল্টা গুলি চালালে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু (৪০)নিহত হয়। এ সময় আহত হয়েছে,পুলিশের দু’কনেষ্টবল আরিফুল ও শহিদুল ইসলাম। তাদের দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কুখ্যাত মাদক ব্যবসায়ী গাল কাটা বাবু’র লাশ সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied