আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নীলফামারীতে আটক ১৪ জন

শুক্রবার, ১ জুন ২০১৮, বিকাল ০৬:২৮

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১জুন॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় নীলফামারীতে ১৪জনকে পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার জেলা সদর ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা চলাকালে ইলেক্টনিক্স ডিভাইস ও মুঠোফোনের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে বসেই প্রশ্নের উত্তর সংগ্রহ করার অভিযোগে তাদের আটক করে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণ তাদের আটক করে। নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতি ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, আজ শুক্রবার সকাল ১০টা হতে ঘন্টাকাল ব্যাপী লিখিত পরীক্ষা চলাকালে কক্ষে ইলেক্টনিক্স ডিভাইস ও মুঠোফোন ব্যবহারের অপরাধে জেলার সৈয়দপুরের পাঁচ কেন্দ্রে আট পরীক্ষার্থী ও নীলফামারীর সদররের পাঁচ কেন্দ্র থেকে ছয়জন সহ ১৪ জনকে আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, আজ শুক্রবার অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ২৩ হাজার চাকুরী প্রার্থী। জেলার ছয় উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র করা হয় জেলা সদর ও সৈয়দপুর উপজেলায়। আটককৃত ১৪ জনের মধ্যে রয়েছে নীলফামারী সদরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে ১জন, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে ২জন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১জন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১জন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১জন। এরা হলো জেলা সদরের পাটোয়ারীপাড়ারর সুকুমার রায়ের স্ত্রী অপু রাণী রায়, একই উপজেলার সুন্দর গোড়গ্রামের সোহাবুল জাহানের স্ত্রী জেসমিন নাহার, ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের হামিদুর রহমানের মেয়ে সেলিনা আক্তার, একই এলাকার শরিফুজ্জামান সবুজের স্ত্রী মারিয়া হোসেন লিপু, একই উপজেলার ডালিয়া এলাকার আব্দুল জলিলের স্ত্রী নাজমা আক্তার এবং কিশোরীগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের আবু হোসেনের মেয়ে শরিফা আক্তার। অপর দিকে সৈয়দপুরের ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ৪জন, লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ১জন, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্র থেকে ১জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১জন ও সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় কেন্দ্র থেকে ১জন। এরা হলো নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের আরেফুজ্জামানের স্ত্রী লাভলী আক্তার, একই উপজেলার বালাপাড়া এলাকার প্রমোদ চন্দ্র রায়ের মেয়ে পলি রায়, আকাশকুড়ি এলাকার আবুল কালাম আজাদের মেয়ে তাহিরা পারভীন, কিশোরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা গ্রামের সুমনের স্ত্রী উম্মে হাবিবা, বাজে ডুমুরিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে মিজান আহমেদ, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আবুজার রহমানের ছেলে আরাফাত সিদ্দিক, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে আলমগীর হোসেন এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জিয়াউর রহমানের স্ত্রী আরিফা নাজনীন। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার ও সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied