আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

ভারতে পৈতৃক সম্পত্তি দান করলেন এরশাদ

শুক্রবার, ১ জুন ২০১৮, রাত ১১:০৭

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনাহাটার পৈতৃক সম্পত্তির অংশ দিনহাটার মানুষের কল্যাণে দান করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  ৩০ মে বুধবার ওই দানপত্রটি দিনহাটা পৌরসভার চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়ক উদয়ন গুহ নিজের হাতে পান। এই চিঠি ফেসবুকে পোস্ট করে এরশাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই জনপ্রতিনিধি। জানা গেছে, দানপত্রে হুসেইন মুহম্মদ এরশাদ শর্ত জুড়ে দিয়েছেন। তাতে বলা হয়, এই দানপত্র শুধুমাত্র তখন বৈধ বলে বিবেচিত হবে, যখন তার দেওয়া এই জমির ওপর হুসেইন মুহম্মদ এরশাদের নামের স্কুল-কলেজ কিংবা জনহিতকর কোনো স্থাপনা তৈরি করা হবে। এরশাদের দেওয়া সেই শর্ত মেনে নিয়েই সেখানে স্থাপনা তৈরির কথাও জানিয়েছেন পৌর প্রধান উদয়ন গুহ।  বলেছেন, কাকু যেভাবেই চাইছেন ঠিক সেইভাবেই আমরা কাজ করবো। উদয়ন গুহের বাবা প্রয়াত কমল গুহ ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের বাল্যবন্ধু। সে কারণে উদয়ন গুহের সঙ্গে এরশাদেরও পারিবারিক সম্পর্ক রয়েছে। দিনহাটায় পৈতৃক ভিটায় বেড়াতে গিয়ে প্রায় গুহ বাড়ির আতিথেয়তা নেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। এমন কি টেলিফোনেও প্রায় খোঁজ খবর রাখেন ওই পরিবারের সদস্যদের। সেই সম্পর্কের ভিত্তিতেই গত বছর শেষ দিকে এরশাদের কাছে পৌরসভার পক্ষ থেকে ওই জমি চেয়ে আবেদন করেছিলেন পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ। সেই আবেদনের সাড়া দিয়ে গত বুধবার ব্যক্তিগত দূতের মাধ্যমে দানপত্র পৌঁছে দেন প্রাক্তন রাষ্ট্রপতি। ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গ ছেড়ে তৎকালীনপূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে পাড়ি জমান। এরশাদ চলে গেলেও তার পরিবারের অন্য সদস্যরা থেকে যান কোচবিহারের দিনহাটা শহরেই। সেখানে তার স্বজন-পরিজনরা এখনও রয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied