আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

লালমনিরহাটের ছাত্রলীগ নেতার মাথা ফাটালেন ইউপি সদস্য

রবিবার, ৩ জুন ২০১৮, বিকাল ০৬:০৩

নিয়াজ আহমেদ সিপন,লালমনিরহাট প্রতিনিধি । লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ(৩৩)কে পিটিয়ে মাথা ফাটালেন এক ইউপি সদস্য। শনিবার(২জুন) রাত ৯টার দিকে উপজেলা স্মৃতি-সৌধ’র সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসা নিয়ে রোববার সকালে চিকিৎসার জন্য রংপুর পাঠিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হবে বলে জানাগেছে। আহত আনিছুর রহমান উপজেলা তুষভান্ডার ইউনিয়নের মজিবর ভাণ্ডারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক । স্থানীয়রা জানান, ইউপি সদস্য নুরুন নবী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের মধ্যে কথাকাটি হলে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। তার ঘণ্টা ঘানেকপর দুই গ্রুপের ২০/৩০জন লাঠি সোঠা নিয়ে দুই গ্রুপের সাথে সংর্ষে শুরু হয়।পরে আনিছুর রহমান আনিছের মাথায় আঘাত করলে আনিছের মাথা ফেটে যায়।  পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ধাওয়া শুরু করে। এ সময় ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা ও পুলিশ। রংপুরে ক্লিনিকে চিকিৎসাধীন এ নেতা জানান, রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থকমপ্লেক্সের সামনে জমি সংক্রান্ত বেচা-কেনা নিয়ে কথা বলতে চাইলে ইউপি সদস্য মো. নুরনবী ক্ষিপ্ত হয়ে যায়। পরে সেখান থেকে স্থানীয়রা ইউপি সদস্যসহ স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সরিয়ে দেন।  তার কিছুক্ষণ পর পরে তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মকভাবে মাথায় জখম করেন। এ ব্যাপারে অভিযুক্ত তুষভান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি মো. নুরুন নবী ফোনে কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন রসিদ বলেন, উভয়ই দলীয় লোক। ঘটনাটি মীমাংসার জন্য রোববার সালিশি বৈঠক ডাকা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় কোন রকম অভিযোগ আসে নি। অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

মন্তব্য করুন


 

Link copied