আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

বগুড়ায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

মঙ্গলবার, ৫ জুন ২০১৮, দুপুর ১২:০৬

বগুড়া: বগুড়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিটন ওরফে রিগান নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় মিন্টু ও কালাম নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা এবং দুটি চাপাতি উদ্ধারের করা জানিয়েছে পুলিশ। রিগ্যান বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের ফুলবাড়ী এলাকায় বসবাস করে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। মঙ্গলবার রাত সোয়া দুইটার দিকে শহরতলীর মাটিডালি এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, রাত দুইটার দিকে মাটিডালী বিমান মোড়ের পাশে কমার্স কলেজ সংলগ্ন এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল জেলা ডিবি’র ইনচার্জ নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও রিগানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেয়া যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত পৌনে চারটায় রিগান মারা যায়।  এছাড়া বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে দুটি চাপাতি ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied