আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

বাংলাদেশ মাত্র ১৩৪

মঙ্গলবার, ৫ জুন ২০১৮, রাত ১০:২১

স্পোর্টস ডেস্ক: আবারও করুণ ব্যাটিং। লজ্জার ব্যাটিং। আফগান স্পিনের সামনে আজও দাঁড়াতে পারলো না বাংলাদেশ। রশীদ খানদের স্পিন তোপে আট উইকেটে ১৩৪ রান সংগ্রহ করল টাইগাররা। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে চারটি উইকেট নেন আফগান স্পিন জাদুকর রশীদ খান। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সর্বোচ্চ রান তামিম ইকবালের। ৪৮ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ মুশফিকুর রহিমের। তিনি করেন ২২ রান। শেষ দিকে ১৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি। রশীদ খান ছাড়াও বল হাতে আলো ছড়ালেন অন্য আফগান বোলাররা। স্পিনার মুজিব উর রহমান চার ওভার বল করে ১৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মোহাম্মদ নবী চার ওভার বল করে ১৯ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। পেসারদের মধ্যে শাপুর জাদরান ১টি ও করিম জানাত ১টি করে ‍উইকেট নেন। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় এক রানে। শাপুর জাদরানের করা ইনিংসের দ্বিতীয় ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে রশীদ খানের হাতে ধরা পড়েন লিটন দাস। তিন বল খেলে এক রান করেন তিনি।  লিটন দাসের পর সাজঘরে ফিরে যান সাব্বির রহমান। ইনিংসের পঞ্চম ওভারে মোহাম্মদ নবীর বলে ওয়াইড লং-অনে সামিউল্লাহ শেনওয়ারির হাতে ধরা পড়েন তিনি। নয় বল খেলে ১৩ রান করেন সাব্বির। এরপর তামিম-মুশফিক জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু সেটি বেশি দীর্ঘ হলো না। তামিমের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ে ফিরে যান মুশফিকুর রহিম। ইনিংসের দশম ওভারে মোহাম্মদ নবীর বলে স্ট্যাম্পিং হন তিনি। ১৮ বল খেলে ২২ রান করেন মুশফিক। দলীয় ৯৩ রানে করিম জানাতের বলে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। আট বল খেলে ১৪ রান করেন তিনি। ইনিংসের ১৬তম ওভারে তিনটি উইকেট শিকার করেন রশীদ খান। তাও আবার আবার তামিম-সাকিবদের মতো বড় ব্যাটসম্যানদের। ওভারের প্রথম বলে নাজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ হন অধিনায়ক সাকিব আল হাসান। চতুর্থ বলে ক্লিন বোল্ড হন তামিম ইকবাল। পঞ্চম বলে এলবিডব্লিউ হন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৮তম ওভারে রশীদ খানের বলে আফগান অধিনায়ক আসঘার স্টানিকজাইয়ের হাতে ক্যাচ হন সৌম্য সরকার। শেষ দিকে আবু হায়দার রনি ১৪ বল খেলে ২১ রান করে অপরাজিত থাকেন। তিন বল খেলে ছয় রান করে অপরাজিত থাকেন নাজমুল ইসলাম অপু। বাংলাদেশ একাদশে আজ দুইটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও আবুল হাসান রাজু। দলে ঢুকেছেন সৌম্য সরকার ও আবু হায়দার রনি। সংক্ষিপ্ত স্কোর: (লিটন দাস ১, তামিম ইকবাল ৪৩, সাব্বির রহমান ১৩, মুশফিকুর রহিম ২২, মাহমুদউল্লাহ রিয়াদ ১৪, সাকিব আল হাসান ৩, সৌম্য সরকার ৩, মোসাদ্দেক হোসেন সৈকত ০, আবু হায়দার রনি ২১*, নাজমুল ইসলাম অপু ৬*; মুজিব উর রহমান ০/১৫, শাপুর জাদরান ১/৪২, মোহাম্মদ নবী ২/১৯, করিম জানাত ১/৪০, রশীদ খান ৪/১২)।

মন্তব্য করুন


 

Link copied