আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

পাবনায় 'বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি'র মৃত্যু

মঙ্গলবার, ৫ জুন ২০১৮, রাত ১০:৩৫

ডেস্ক: 'বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি' পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী গ্রামের আহসান উদ্দিন শাহ আর নেই।  মঙ্গলবার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজিউন)। তার বয়স হয়েছিল ১২৬ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে ও সাত ছেলে রেখে গেছেন। তার পরিবারের দাবি, ইন্দোনেশিয়ায় সোদিমেদজো নামের ১৪৬ বছরের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তিটি ২০১৭ সালে মারা যাওয়ার পর তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। মঙ্গলবার বাদ এশা বিএলবাড়ী কবরস্থানে তাকে দাফন করার কথা।  ১৮৯২ সালের শীতের কোনো এক মাসের কোনো একদিন তিনি জন্মগ্রহণ করেন বলে জানা যায়। আহসান উদ্দিন শাহের ছোট ছেলে সাংবাদিক গোলাম মওলা বলেন, 'তিনটি শতক দেখা এই প্রবীণের জীবদ্দশায় ব্রিটিশ সরকার, পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকারের শাসন দেখেছেন। এই দীর্ঘজীবনের জন্য তিনি কৃতিত্ব দিয়েছেন নিয়ন্ত্রিত জীবন ও খাদ্যাভাস। মুক্তিযুদ্ধের আগেই তার প্রথম স্ত্রী মারা যান। সে সময় ওই স্ত্রীর চার ছেলে, চার মেয়ে ছিল। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে আবার বিয়ে করেন। এই স্ত্রীর গর্ভে তার আরও ছয় সন্তান রয়েছে। সাংবাদিক গোলাম মওলা আরও বলেন, 'আমার বয়স চল্লিশ। আশ্চর্যের বিষয় আমার জন্মের আগেই আমি দাদা ও নানা হয়েছি।' তিনি বলেন, সবার বড় তার দুই বোন। তারা হলেন- আয়শা খাতুন ও আনোয়ারা খাতুন আনু। তাদের বয়স যথাক্রমে ৯৫ ও ৯০। আয়শা খাতুনের বড় ছেলে অর্থাৎ আমার বড় ভাগ্নে আশরাফ উদ্দিনের বয়স ৮০ বছরের কাছাকাছি। গত বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় সোদিমেদজো নামের ১৪৬ বছর সবচেয়ে বেশি বয়সী ব্যক্তিটি মারা যান। ফলে ধারণা করা হচ্ছে, পাবনার আহসান উদ্দিন শাহ ছিলেন তার পরেই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ।

মন্তব্য করুন


 

Link copied