আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

নতুন সাজে যাত্রা শুরু হলো লালমনি এক্সপ্রেস ট্রেনের

বুধবার, ৬ জুন ২০১৮, দুপুর ০৪:৪১

লালমনিরহাট প্রতিনিধি: ১৪টি ইরানি কোচ নিয়ে নতুন সাজে লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে যাত্রা শুরু করেছে লালমনি এক্সপ্রেস ট্রেনটি। বুধবার (৬ জুন) সকাল ১০টায় ৪০মিনিটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ত্যাগ করে আন্তঃনগর এ ট্রেনটি। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন জানান, নতুন সাজে ইরানি কোচের এ ট্রেনটি গত ২ জুন সফল ভাবে ট্রায়েল রান সম্পন্ন করে। বুধবার প্রথম বারের মত যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে লালমনিরহাট প্লাট ফরম ত্যাগ করে। লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটের যাত্রীর কথা বিবেচনায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ ইরানি সাদা কোচের সংযোজন করে। তিনি আরো বলেন, ১৪টি কোচের মধ্যে এসি বাথ একটি, এসি চেয়ার একটি, খাবার গাড়ি একটি, নয়টি সাধারণ চেয়ার ও দুইটি মালবাহী। এই আন্তঃট্রেনটির যাত্রীর আসন সংখ্যা ৬৭২টি। এছাড়াও ভারত থেকে আমদানি করা কোচের চেয়ে এই কোচগুলো অনেক সুন্দর ও মজবুত। সব মিলে যাত্রীদের ভ্রমন আরাম দায়ক হবে বলেও দাবি করেন তিনি। নতুন সাজের প্রথম যাত্রায় চালকের আসনে রয়েছেন রাশেদুল ইসলাম, পরিচালক হিসেবে রয়েছেন শেখ আলামিন হাওলাদার, কন্ট্রাক্টর গার্ড হিসেবে রয়েছেন রনজিৎ কুমার এবং যাত্রীদের বিশেষ টিকিট চ্যাকিংয়ে রয়েছেন লালমনিরহাট সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, এ রুটের যাত্রীদের ভ্রমন আরাম দায়ক করতে ১৪টি বগি নিয়ে লালমনি এক্সপ্রেস নতুন সাজে যাত্রা শুরু করেছে। নতুন কোচ পেয়ে রেল বিভাগ এ রুটের যাত্রী সেবায় আরো একধাপ এগিয়ে গেল বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন


 

Link copied