আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

রংপুর চেম্বারের তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া

বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮, দুপুর ০৪:৫৫

খবর বিজ্ঞপ্তি: জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৮ শতাংশ ধরে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিনিয়োগ বাড়াতে মানবসম্পদ উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানিসহ ভৌত অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন, ব্যাংকিং খাতের কর্পোরেট করহার হ্রাস, প্যাকেজ ভ্যাট বহাল রাখা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তি, রোহিঙ্গা পুনর্বাসন, দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড় ও প্রণোদনা, জলবায়ু মোকাবেলায় সক্ষমতা অর্জন, রফতানি বহুমুখীকরণ, পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার স্বার্থে পলিথিন সামগ্রীর শুল্ক বৃদ্ধি, ফোর জি মোবাইল অপারেশন, কম্পিউটার ও অটোমোবাইল শিল্পের জন্য বিশেষ ছাড়, লেনদেনের ওপর উৎসে কর হ্রাস, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ও হালকা প্রকৌশল খাতকে উৎসাহিত করা, মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট, বন্ড খাতকে চাঙ্গা করতে বিশেষ সুবিধা প্রদান, পুঁজিবাজারে প্রণোদনা, বিড়ি ও সিগারেট, মদজাতীয় পানীয় এর ওপর করহার ও সম্পূরক শুল্কবৃদ্ধি, স্টিল উৎপাদন, ওষুধ শিল্পের কিছু কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা, নতুন নতুন রফতানির বাজার সৃষ্টি, জিডিপির প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণ করতে পিপিপিতে বরাদ্দ বৃদ্ধি, অনুন্নত এলাকা, চরাঞ্চল এবং প্রান্তিক এলাকার মানুষের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ, দেশের কৃষি ও কৃষকদের স্বার্থ সংরক্ষণে কৃষি খাতে অধিক হারে ভর্তুকি ও প্রণোদনা বৃদ্ধি, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার ফলে বৈদেশিক বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এর ফলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেকাংশে বৃদ্ধি পাবে বলে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু জনকল্যাণমূলক ও বর্তমান প্রেক্ষাপটে বাস্তববমূখী বলে মনে করেন। তবে সারাদেশে প্রদ্ধৃতি ও মাথাপিছু আয় বাড়লেও রংপুর অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র্য । তাই এবারের প্রস্তাবিত বাজেটে রংপুর অঞ্চলের দারিদ্র নিরসনে টেকসই ও দৃশ্যমান কর্মপন্থা থাকা উচিত ছিল বলে রংপুর চেম্বার মনে করে। তাই বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগের ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের জন্য তেমন কোন সুযোগ-সুবিধা ও অর্থ বরাদ্দের প্রস্তাব না থাকায় এ অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে বলে রংপুর চেম্বার আশংকা করছে। এছাড়া বাজেটে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের দারিদ্র নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য রংপুরে প্রস্তাবিত স্পেশাল ইকোনমিক জোন ও আইটি পার্ক দ্রæত স্থাপনসহ উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে ‘‘নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি’’ গঠন ও ‘‘আলাদা বাজেট বরাদ্দ’’-এর বিষয়গুলো অর্ন্তভূক্ত থাকা উচিত ছিল বলে রংপুর চেম্বার মনে করে। তাই রংপুর অঞ্চলের দারিদ্র্য নিরসন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য বৃহৎ শিল্প-কলকারখানা স্থাপনের লক্ষ্যে মেঘা প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা না বাড়ানোয় করদাতারা নতুন করে মূল্যস্ফীতির বাড়তি চাপে পড়বে এবং বেশকিছু পণ্যের ওপর স্থানীয় পর্যায়ে ও আমদানিতে শুল্ক, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি বাড়ানোর প্রস্তাব করার ফলে পণ্য মূল্য অনেকাংশে বৃদ্ধি পাবে এবং সাধারণ জনগণের কষ্ট বাড়বে বলে রংপুর চেম্বার মনে করে। প্রস্তাবিত বাজেটে চাল আমদানির ওপর শুল্কারোপের প্রস্তাবটি একদিকে যেমন ইতিবাচক উদ্যোগ, তেমনি খানিকটা স্পর্শকাতরও। তাই কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি চালের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়টির দিকে সরকারের নজর রাখা উচিত বলে রংপুর চেম্বার মনে করে। এছাড়া বাজেটে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় এবং তথ্য প্রযুক্তি নির্ভর সেবার ওপর ভ্যাট আরোপের প্রস্তাব করায় উদীয়মান এ শিল্পখাতটি মুখ থুবড়ে পড়বে বলে রংপুর চেম্বার মনে করে। তাই আমরা বর্ধিত আবগারী শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এছাড়া প্রস্তাবিত বাজেটে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপক সম্প্রসারণ ও আওতা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক সম্মানী ভাতার পাশাপাশি বাড়তি ভাতার সুবিধা প্রদান, শতভাগ রপ্তানিমুখী শিল্পের মুলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা, দেশীয় শিল্পের সুরক্ষায় বেশ কিছু পণ্যের কাঁচামালের শুল্কহার হ্রাস, রপ্তানি পণ্যের নতুন বাজার সৃষ্টি, বিলাস ও অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিরুৎসাহিত করতে নিয়ন্ত্রণমূলক শুল্ক বহাল রাখা, হাতে তৈরি বিস্কুট, কেক, রুটি, স্বল্প মূল্যের জুতা এবং দেশীয়ভাবে মোটরসাইকেল ও রেফ্রিজারেটর উৎপাদনে ভ্যাট অব্যাহতির মেয়াদ বৃদ্ধিতে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বিকশিত হবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রংপুর চেম্বার মনে করে। বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ চাঙ্গা করতে ব্যাংকিং খাতের কর্পোরেট কর হার হ্রাস করার প্রস্তাবটি বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াবে ও সুদ হার কমাবে বলে রংপুর চেম্বার মনে করে। পরিশেষে, বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ অর্জনের নিমিত্তে বেসরকারী বিনিয়োগে প্রাণ ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনা, পন্থা, অর্থের সুষম বণ্টন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মসূচি ও কৌশল এমনভাবে প্রনয়ণ করতে হবে যাতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ইতিবাচক সুফল বয়ে আনতে পারে রংপুর চেম্বার সে কামনা করছে।

মন্তব্য করুন


 

Link copied