আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

“উত্তরাঞ্চলে শিল্পায়ন ঘটাতে হবে”

শনিবার, ৯ জুন ২০১৮, রাত ১১:২৫

ডেস্ক রিপোর্ট: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শিল্পায়ন না হলে উত্তরাঞ্চলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। আর কর্মসংস্থান না হলে অর্থনৈতিক মুক্তি মিলবে না। এ জন্য বিকেন্দ্রীকরণের মাধ্যমে উত্তরাঞ্চলে শিল্পায়ন ঘটাতে হবে। শনিবার রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে ইফতারের আয়োজন করেন সংসদ সদস্য বাদশা। সেখানেই বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বাদশা বলেন, শুধু ঢাকার উন্নয়ন নয়, বিকেন্দ্রীকরণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়নের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে রাজশাহীতে শিল্পায়ন ঘটানো অনেক সহজ। কারণ এখানে গ্যাস আছে। অন্য যেসব সমস্যা আছে, তা কাটিয়ে উঠতে হবে। এ জন্য নিজের পক্ষ থেকে যা যা করা দরকার আমি করবো। তিনি বলেন, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের এখন একমাত্র পথ বঙ্গবন্ধু সেতু। আমি আরেকটি সেতু নির্মাণের জন্য সরকারের কাছে দাবি তুলবো। পাশাপাশি উত্তরাঞ্চলের সঙ্গে যেন মংলা বন্দরের যোগাযোগ স্থাপন করা যায়, সে ব্যাপারেও আমার জোরালো দাবি থাকবে। এসব যোগাযোগ স্থাপন করা গেলে উত্তরাঞ্চল থেকে পণ্য পরিবহন সহজ হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক উন্নয়ন হচ্ছে। সেখানে শিল্পায়নের জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ হচ্ছে। এর ফলে কেউ শিল্প কারখানায় কাজের জন্য, কেউ চিকিৎসার জন্য, কেউ শিক্ষার জন্য ঢাকায় ছুটছেন। এতে ঢাকার যত্রতত্র জনবসতি হচ্ছে। রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান মো. লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied