আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল       সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন      

 width=
 

জয়পুরহাট জেলা পরিষদের সদস্য গ্রেপ্তার

মঙ্গলবার, ১২ জুন ২০১৮, রাত ০৮:১৭

জয়পুরহাট: জয়পুরহাট জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট থানা পুলিশ। সন্ত্রাসী ও চাঁদাবাজীর মামলায় মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরনে জানা যায়, জয়পুরহাট জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডলের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত সোমবার রাত ১০টার সময় জাহাঙ্গীর আলম তার ১০-১৫ জন সহযোগীকে নিয়ে ফয়েজ উদ্দীনের বাসায় হামলা ও ভাংচুর করেন। এ ঘটনায় সোমবার গভীর রাতে চেয়ারম্যান ফয়েজ উদ্দীন মন্ডল বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন। এ মামলায় জাহাঙ্গীর আলমকে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। জয়পুরহাট থানার (ওসি, তদন্ত) মমিনুল হক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied