আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

সৈয়দপুরে ফার্নিচার তৈরীর মিস্ত্রিকে গলা কেটে হত্যা

রবিবার, ১৫ জুলাই ২০১৮, দুপুর ০৪:০৫

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৫ জুলাই॥ শাহজাদা(৩২) নামের এক পারটেক্স ফার্নিচার তৈরীর দোকানের মিস্ত্রিকে ধারালো অস্ত্র দিয়ে গলার শ্বাসনালীকেটে ও বাম চোখ গুতিয়ে হত্যা করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার পৌরশহরের কাজীপাড়া মহল্লার বাসার নিজ ঘরে গতকাল শনিবার (১৪ জুলাই) রাতের যে কোন সময় এই হত্যাকান্ডটি ঘটলেও আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। হত্যার শিকার শাহজাদা সৈয়দপুর বাঁশবাড়ি টালিমসজিদ মহল্লার নবাব উদ্দিনের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল জানান খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ সকালে সহ ঘটনস্থলে যান। সে সময় শাহজাদার শ্বাস প্রশ্বাস চলছিল। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শর্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এই ঘটনাকে তিনি পরিকল্পিত হত্যা কান্ড হিসাবে মনে করছেন। একাধিক ও পারিবারিক সুত্র জানায় শাহজাদা উক্ত কাজিপাড়া মহল্লার তানভির হাবিরের পারটেক্স ফার্নিচার দোকানের মিস্ত্রির কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। ফলে ওই মালিকের ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন জমিতে তাকে বাসা বানিয়ে দিয়ে থাকতে দেয়া হয়। সেখানে শাহজাদা তার স্ত্রী জয়নাব বেগম ও দুই সন্তান রাশেদ(৮) ও দেড় বছরের সাহেরা সহ বসবাস করতো। গত শুক্রবার শাহজাদার ছোট বোন বেলীর বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান নিয়ে শাহজাদা তার পরিবার সহ সৈয়দপুর শহরের বাঁশবাড়ি মহল্লায় এসে উঠে। এ জন্য সে ৫দিন ছুটি নেয় তার কর্মস্থল পারচেক্স ফার্নিচারের দোকান হতে। তবে রাতে করে শাহজাদা তার কাজিপাড়া মহল্লার বাসায় গিয়ে ঘুমাতো ও সকালে করে বোনের বিয়ে অনুষ্ঠানের জন্য বাবার বাড়ি চলে আসতো। গতকাল শনিবার বোনের বিয়ের অনুষ্ঠানের ফেরানীর আয়োজন শেষে রাত ১১টার দিকে সে কাজিপাড়ার বাসায় ঘুমাতে আসে। এলাকাবাসী জানায় সকালে শাহজাদার ঘরের দরজা খোলা ও গঙ্গানীর শব্দ ভেসে আসছিল। লোকজন এগিয়ে গেলে দেখতে পায় ঘরের বিছানায় শাহজাদার দেহটি পড়ে আছে ও গলার ফিনকি দিয়ে অঝরে রক্ত ঝড়ছে। তখন সে বেঁচে ছিল। পুলিশকে খবর দিলে পুলিশ এসে শাহজাদাকে সৈয়দপুর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা ঘটনার বিষয়ে জানান মামলার প্রস্তুতি চলছি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied