আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

এই মেয়েটিকে সবাই বিয়ে করতে কেন পাগল – জেনে নিন কেন?

বুধবার, ১৮ জুলাই ২০১৮, রাত ০৮:১৫

বলা যেতে পারে নেট দুনিয়ায় তরুণারা তাকে ‍বিয়ে করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু এমন কি আছে ২০ বছর বয়সী এই তরুণীর মাঝে যার জন্য সবাই তাকে বিয়ে করতে পাগল হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য মিরর জানায়, তেমন আহামরি কিছুই নেই তার এমন কি একটি হাতও নেই। তারপরেও তার জন্য পাগল তরুণেরা। লরেন নামের এই মেয়েটি বেশে হাসিখুশি এবং প্রাণবন্ত স্বভাবের। তার হিউমার সেন্স খুব ভালো, যে কাউকে হাসাতে পারেন তিনি। এই যোগ্যতা কম কিসের। কজন মানুষ অন্য মানুষকে হাসাতে পারে? মানুষকে হাসাতে পারাটাও একটা বিশেষ যোগ্যতা। সম্প্রতি লরেন তার একটি ছবি পোস্ট করেছিলেন টুইটারে। ছবিটি প্রকাশের পরপরই ভাইরাল হয়। তরুণেরা এসে ছবির নিচে কমেন্টস করে বলেন. ‘আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি সম্ভব এখনই।’ অন্য আরেক তরুণ লিখেন, ‘আমি অবশ্যই বিয়ে করবো তোমাকে।’ এতো গেলো দুজনের উদাহারণ। এমন আরো অনেকেই লাইনে আছেন যারা বিয়ে করতে চান যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোর এই বাসিন্দাকে। জানা যায়, মর্মান্তিক মোটর বাইক দুর্ঘটনায় লরেন তার একটি হাত হারান। যদিও ঐ দুর্ঘটনায় লরেনের বেঁচে থাকার কোন আশাই ছিল না। তবে এ নিয়ে লরেন মোটেও মন খারাপ করে বসে নেই। তিনি আর সবার মতই বেশ আনন্দ নিয়ে স্বাভাবিক দিন কাটাচ্ছেন।-মিরর আরো পড়ুন… যে সময় টায় একেবারেই পানি পান করবেন না । নাহলে ঘটতে পারে প্রাণঘাতী ভয়ঙ্কর রোগ । ‘পানির অপর নাম জীবন’। জীবন বাঁচানোর পাশাপাশি রোগ প্রতিরোধ, এমনকি ত্বকের যত্নেও পানির ভূমিকা রয়েছে। আবার এই পানিরই অপর নাম ‘মরণ’ বললে ভুল হবে না। পানি তখনই উপকারী, যখন আপনি নিয়ম মেনে বিশুদ্ধ পানি পান করবেন। সবকিছুরই নিয়ম রয়েছে। পানিও ব্যতিক্রম নয়। পানি যে কোনো সময় পান করা গেলেও, খাবারের সময় পানি পানের ক্ষেত্রে নিয়ম পালন করাটা জরুরি। অন্যথায় জীবন রক্ষাকারী এই পানি শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পানি পান করার ক্ষেত্রে কিছু জেনে নিন কিছু সতর্কতা। ১. খাবার শেষ করেই পানি পান করা অনুচিত। খাবার শেষ করার পর অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পানি পান করুন। খাবারের ঠিক আগে যেমন পানি পান উচিত নয়, তেমনি ঠিক পরে পানি পান করলে বদহজম থেকে শুরু করে পেটে গ্যাস হওয়া, ঢেকুর ওঠার আশঙ্কা থাকে। ২. তাড়াহুড়া করে কখনও পানি পান করবেন না। জোর করে বেশি পানি পান করারও প্রয়োজন নেই। আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু পানি আপনার দরকার। . বরফ ঠাণ্ডা পানি পান যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। . অনেক সময় পানি পরিষ্কার, স্বচ্ছ রাখতে ক্লোরিন মেশানো হয়। ক্লোরিন কিডনি, লিভার, থাইরয়েড ও হার্টের জন্য ক্ষতিকর। শরীর থেকে ভিটামিন-ই শুষে নেয় ক্লোরিন। তাই ক্লোরিনযুক্ত পানি পান থেকে বিরত থাকুন। ৫. খাবার খেতে খেতে কখনও পানি পান করবেন না। অনেকেই পানি ছাড়া খাবার খেতে পারেন না। এ অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন। এটি শরীরের জন্য ক্ষতিকারক। . ভাত বা ভারি কিছু খাওয়ার ঠিক আগ মুহূর্তে পানি পান উচিত নয়। এ সময় পানি পান করলে হজমে সমস্যা হয়। খাবার অন্তত ৩০ মিনিট আগে পানি পান করা যেতে পারে। মিলার ডিভোর্সের কারন পরকীয়া ! তারকাদের ঘর ভাঙ্গার যেন মচ্ছব চলছে। সাম্প্রতিক সময়ে কয়েকজনের সুখের সংসার ভাঙার রেশ ধরে এবার ডিভোর্স হলো পপ গায়িকা মিলার। বিয়ের মাত্র চার মাসের মাথায় সংসার ভাঙল পপ গায়িকা মিলার সংসার। ১৭ সেপ্টেম্বর রোববার আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে ডিভোর্স হয়েছে বলে জানিয়েছেন মিলা নিজেই। মনোমালিন্যের কারণেই এই ডিভোর্স। জানালেন গায়িকা।গত মাসে মিলার ডিভোর্স হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু সে সময় এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই পপ গায়িকা। অবশেষে সেই গুজবই সত্যি হলো। ডিভোর্স হয়েছে মিলার। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মিলা তার ফেসবুক ভেরিফায়েড ফ্যান পেজে ডিভোর্সের বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। মিলা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাঁ, আমি ডিভোর্স দিয়েছি। পারভেজ সানজার সঙ্গে ১০ বছর প্রেম করার পর বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় জানতে পারি আমার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। আমার স্বামী ক্রমাগত আমার সাথে প্রতারণা করতে থাকে। বিয়ের আগে যখন আমরা ডেটিং করতাম তখনও একাধিক নারীর সঙ্গে প্রেম করে আমার সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিল সে। এমন প্রতারকের সঙ্গে বসবাস করা অসম্ভব।’ পৃথিবী কি ধ্বংসের মুখে? সতর্কবার্তা বিজ্ঞানীদের আবারও এক চাঞ্চল্যকর বিষয় উঠে এল বিজ্ঞানীদের হাত ধরে৷ শোনা যাচ্ছে যে পৃথিবী ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে এবার তার দোরগোড়ায় পা রাখল৷ ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর এক নয়া গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে৷ সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন৷ এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন৷ আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে৷ মেক্সিকো সিটির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, এই বিষয়টি শুধুমাত্র অ্যাকাডেমিক রিসার্চ পেপারের জন্যই আপাতত লেখা হয়েছে৷ এই লেখার ওপর ভিত্তি করে এখনই কিছু বলা বা সিদ্ধান্তে ঠাসা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি৷ বৈজ্ঞানিকদের মতে ১০০বছরের মধ্যে ২০০-এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে৷ বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে৷ তাই একটা আশঙ্কার কথা উঠে আসছে, যদিও এখনই কিছু বলতে রাজি নন তাঁরা৷

মন্তব্য করুন


 

Link copied