আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

শুক্রবার, ২০ জুলাই ২০১৮, দুপুর ০২:৩৫

[caption id="attachment_164891" align="alignleft" width="450"] নিহতের নাম শ্রীমতি কিরণী বালা (৪৩)[/caption] নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার কালিকাপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম শ্রীমতি কিরণী বালা (৪৩)। তিনি কালিকাপুর গ্রামের সুরশ প্রমাণিকের তৃতীয় স্ত্রী। স্থানীয় কাউন্সিলর ফজলুল হক বাচ্চু জানান, কিরণী বালা ইট ভাঙার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। গভীর রাতে কে বা কারা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিসিৎসক কিরণী বালাকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য নিহতের স্বামী সুরেশ প্রামণিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied