আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

দিনাজপুর বোর্ডে শুধু ইংরেজিতেই ফেল করেছে ৩৯ হাজার ৪৬৫ জন

শুক্রবার, ২০ জুলাই ২০১৮, দুপুর ০৪:৪৮

ডেস্ক: চলতি বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ফেল করেছে ৪৭ হাজার ৫৫৬ শিক্ষার্থী। এর মধ্যে শুধু ইংরেজিতেই ফেল করেছে ৩৯ হাজার ৪৬৫ জন। ইংরেজিতে অধিকাংশ পরীক্ষার্থী ফেল করার কারণেই এবার পরীক্ষায় ফল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এবং লাখ ১৯ হাজার ৫০৭ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৯৫১ জন। অন্যদিকে ফেল করেছে ৪৭ হাজার ৫৫৬ জন। এর মধ্যে ইংরেজি বিষয়ে ফেল করেছে ৩৯ হাজার ৪৬৫ জন এবং বাংলায় ৪ হাজার ৬২৪ জন। মোট ফেল করা ৪৭ হাজার ৫৫৬ শিক্ষার্থীর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ২৮ হাজার ৮৮২ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১২ হাজার ২০৮ জন। বাকিরা ফেল করেছে দুইয়ের অধিক বিষয়ে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, ইংরেজিতে এবার অধিকসংখ্যক পরীক্ষার্থী ফেল করার কারণে পাসের হার কমেছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও দিনাজপুর শিক্ষা বোর্ডে ইংরেজি বিষয়ে পরীক্ষা হয়েছে ভিন্ন সেটে। আর তুলনামূলক এই সেটের প্রশ্নপত্রটি ছিল কঠিন। এ কারণেই ইংরেজির ফল খারাপ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের এই পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আগামীতে ইংরেজিতে যাতে ফল খারাপ না হয়, সে জন্য শিক্ষকদের নিয়ে কর্মশালা করা হবে।  এ ছাড়া যে ১২টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এবং যেসব কলেজে ৩০ শতাংশের কম পাস করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied