আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচন: জাপা ও আওয়ামী লীগ কর্মিদের মাঝে সংঘর্ষ

শনিবার, ২১ জুলাই ২০১৮, সকাল ০৮:৪৮

 উলিপুর প্রতিনিধি, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন কে কেন্দ্র আওয়ামী লীগ সমর্থির প্রার্থীর সশস্ত্র কর্মীরা জাপা সমর্থিত প্রার্থীর সমর্থকদের ২০টি মোটর সাইকেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুক্রবার জাপা প্রার্থীর সমর্থকরা এজেন্ট নিয়োগ দেয়ার জন্য তবকপুর ইউনিয়নের সাদুৃল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠকে বসলে বিকেল ৪ টায় অতর্কিত তাদের উপর হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ ঘটনায় জিন্নাহ (৫২), বিপুল (৩৫) সহ উভয় পক্ষের ৬-৭ জন আহত হয়েছে। ভাংচুরের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। র‌্যাব ও পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছেলেও দোষীদের আটক করতে পারেনি। জাপা নেতা তবকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদার রহমান বকুল অভিযোগ করেছেন, বর্তমান ইউপি চেয়ারম্যান ওয়াদুদ ইসলাম মুকুল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজার নেতৃতে ও উপস্থিতিতে প্রকাশ্য দিবালোকে ঠান্ডা মাথায় জাতীয় পার্টির শান্তিপূর্ন কর্মি সভায় এ হামলা চালানো হয়েছে। এতে করে আগামী ২৫ জুলাইয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধূলিসাৎ হয়ে গেছে। এলাকার মানুষ এখনো লাঙ্গলের পক্ষে থাকায় আওয়ামী লীগের নেতারা দিশে হারা হয়ে সন্ত্রাসের পথ বেচে নিয়েছে। জানাগেছে, প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২৫ জুলাই কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য জাপা প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকারের পক্ষে গত শুক্রবার বিকেলে কেন্দ্রে এজেন্ট নিয়োগ দেয়ার জন্য তিনটি ইউনিয়নের জাপা সমর্থকরা ঐ স্কুল মাঠে বৈঠকে বসে। বৈঠকের শেষ পর্যায়ে তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা ও তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুলের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে নেতা কর্মিদের সামনে একে একে ২০ টি মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় উত্তেজিত কর্মিরা বেশ কয়েকজন জাপা সমর্থককে এলোপাতারি মারপিঠ করে বলেও তারা জানায়। এসময় ভোট দিতে আসলে হাত কেটে নেয়া হবে বলে জাপা নেতা কর্মিদের হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়।বর্তমানে সাদুল্ল্যায় চরম উত্তেজনা বিরাজ করছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে পাল্টা তাদের কর্মিদেরকেই মারপিঠ করেছে বলে দাবী করেন। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হকের রাত ৯টায় সঙ্গে যোগাযোগ করা হলে সংঘর্ষের ঘটনা জানেন না বলে জানান।

মন্তব্য করুন


 

Link copied