আর্কাইভ  মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪ ● ১০ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: জামানত হারানোর ভয়ে প্রার্থী খুঁজে পাচ্ছে না জাপা       ট্রেনের ভাড়া ৪ মে থে‌কে বাড়বে       পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর, যুবক আটক!       লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতা জেল হাজতে       ডিমলা উপজেলা নির্বাচন প্রথম ধাপে মাঠ ছাড়েননি এমপির তিন স্বজন      

 width=
 

দক্ষ নারী নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরি করতে পারে: রংপুরে স্পিকার

সোমবার, ২৩ জুলাই ২০১৮, বিকাল ০৫:৫৪

 মমিনুল ইসলাম রিপন: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নারীদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সুযোগ পেলে দক্ষ নারী নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। সোমবার দুপুরে রংপুর জেলা পরিষদের আয়োজনে জেলা কমিনিউটি সেন্টারে দুঃস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি জন্য সেলাই প্রশিক্ষণ সমাপ্ত করে বিনামুল্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, যে কোনো উদ্যোগকে সফল করতে হলে অর্থায়ন খুবই জরুরি। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের সে সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে নারীরা ক্ষমতায়িত হবে এবং সমাজের উন্নয়ন অগ্রযাত্রায় তারা বিশেষভাবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সেক্রেটারি এ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনি প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied