আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

রাবিতে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা; জলাবদ্ধতায় ভোগান্তি

রবিবার, ২৯ জুলাই ২০১৮, বিকাল ০৬:৩৫

রাবি প্রতিনিধি : বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে ভরে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অভ্যন্তরীণ নর্দমাগুলো। ক্যাম্পাসের ভেতর আটকে থাকা পানি বের হবার পথ না থাকায় সৃষ্টি হয় অসহনীয় জলাবদ্ধতা। ক্যাম্পাস জুড়ে ভেসে বেড়ায় নর্দমাগুলোতে থাকা আবর্জনা। এতে ক্যাম্পাসে তীব্র দুর্গন্ধে টেকাই দায়। শিক্ষার্থীদের অভিযোগ, নদর্মা নিয়মিত খনন না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই বর্ষাকালে এমন ভোগান্তি পোহাতে হয় তাদের। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসাকেন্দ্র থেকে শুরু করে শাহ-মখদুম হলের সামন দিয়ে শামসুজ্জোহা হল পর্যন্ত একটি নর্দমা রয়েছে। একইভাবে মাদারবক্স হলের সামন থেকে শুরুকরে শহীদ জিয়াউর রহমান হল অতিক্রম করে শহীদ হবিবুর রহমান হল পর্যন্ত আর একটি নর্দমা রয়েছে। দেখা যায়, দীর্ঘদিন থেকে সংস্কার না করায় সামান্য বৃষ্টিতে নর্দমাগুলো পানিতে ভরে ওঠে। নোংড়া পানিতে দুর্গন্ধ বেড়ে যায়। ফলে নর্দমার পাশদিয়ে হেটে যাওয়া অসম্ভব হয়ে পরেছে। অতি বৃষ্টি হলে নর্দমা থেকে আবর্জনা উপচে রাস্তা ও ভবনগুলোতে ঢুকে পড়ে। শাহ-মখদুম হলের আবাসিক শিক্ষার্থী মজিদুল হক রুমেল বলেন, দীর্ঘদিন থেকে নর্দমাগুলো সংস্কার না করায় নোংড়া পানিতে দুর্গন্ধের পাশাপাশি বেড়ে যাচ্ছে মশার উপদ্রপ। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। যত তারাতাড়ি সম্ভব এ সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিড়িয়ে আনা হোক। একই সমস্যার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শামিম রেজা বলেন, সামান্য বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষেশকরে নর্দমাগুলোতে পানি জমে যায়। এতে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পরতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, এবার আমাদের বিশ্ববিদ্যালয়ের ৩৬৪ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা পরিকল্পনা মাফিক বিশ্ববিদ্যালয়ের সংস্কার কাজ শুরু করছি। এবার বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে অসংসধিত সকল ড্রেন সংস্কার করে বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হব বলে আশা করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন নর্দমাগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই সংস্কার কাজ শুরু করব। আশাকরি দ্রæত এ সমস্যার সমাধান হয়ে যাবে।

মন্তব্য করুন


 

Link copied