আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

মুক্তির তৃতীয় বর্ষ পালনে সাবেক ছিটমহলে উৎসব মুক্ত পাখির জীবন

বুধবার, ১ আগস্ট ২০১৮, বিকাল ০৬:০১

ইনজামাম-উল-হক নির্ণয় ছিটমহল থেকে (১ আগস্ট)॥ বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের তৃতীয় বর্ষপূর্তি পালনে মঙ্গলবার(৩১ জুলাই) মধ্য রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বলন করা হলো নীলফামারীর ডিমলা উপজেলার নগর জিগাবাড়ি বিলুপ্ত ছিটমহল চত্বরে। সেখানে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, সাবেক ছিটমহলবাসীদের নেতা মিজানুর রহমান, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন ও জয়নাল সহ এলাকার মানুষজন। তৃতীয় বর্ষ পালনে সাবেক ছিটমহলে উৎসব চলছে যেন মুক্ত পাখির জীবনের মতো। মোমবাতি প্রজ্বলনের সময় ৬৮ বছরের সেই অন্ধকার স্মৃতিকে মনে করতে নিভিয়ে নেয়া হয় ঝলমলে বিদ্যুতের আলো। সেই সঙ্গে কন্ঠে মুখরিত হয়ে উঠে জয় বাংলার শ্লোগান-“ জয় বাংলা বাংলার জয়”। শেখ হাসিনা এগিয়ে চলো সাবেক ছিটবাসীরা আছে তোমার সাথে। ছিটবাসীর মা জননী-শেখ হাসিনা শেখ হাসিনা। মোমবাতি আর মশালের আলোয় এমন শ্লোগানে শ্লোগানে কম্পিত হয় নীলফামারীর ডিমলা উপজেলার সাবেক চারটি ছিটমহলে। দেখা মেলে বিলুপ্ত চার ছিটমহলের ১৫৭টি পরিবারের ৬৪৫ জন নারী পুরুষ শিশুর চোখে মুখে আনন্দের ঝলক। আজ পহেলা আগষ্ট বুধবার সকালে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসীর” কথা ও সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলনে পর শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন রাখা হয়েছে সন্ধ্যা পর্যন্ত। এ সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। ৬৮ বছর অবরুদ্ধ হয়ে গিয়েছিল বাউন্ডারি কমিশনের প্রধান র‌্যাডকিফ, অবিভক্ত বঙ্গের উত্তর অংশকে বুঝতে চেষ্টা করেননি।তার কলমের আঁচড়ে দেশ বদলে যাওয়ার যন্ত্রণা এই ছিটমহল।এই যন্ত্রনা বুঝেছিলেন মুজিব- ইন্দ্রিরা। সীমান্ত রেখার ১৯৭৪ সালের দুই নেতার চ্যুক্তি বাস্তবায়ন করে ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের দায়ভার হতে মুক্তি দেন শেখ হাসিনা ও নরেন্দ্রমোদী। আর সেই মুক্তির দিনটি হলো ২০১৫ সালের ৩১ জুলাই মধ্য রাত ১২টা ১ মিনিট। ছিটমহল পেল স্বাধীনতা। না এটি ভুলবার নয়। সাবেক ছিটবাসীরা দিনটি এলেই স্মৃতির পাতায় চোখে মেলে আনন্দ উৎসবে মেতে উঠে। নীলফামারীর ডিমলা উপজেলার চারটি সাবেক ছিটমহলবাসীদের নেতা মিজানুর রহমান ,রফিকুল ইসলাম ফরহাদ হোসেন ও জয়নাল জানান কি পেলাম বা কি পেলাম না এটি বড় কথা নয়। যা পেয়েছি তা ঋণ সুধবার মতো নয়। আমরা ৬৮ বছর বন্দী জীবনে ছিলাম পরিচয়হীন। এখন বড় কথা আজ আমরা পেয়েছি বাংলাদেশের নাগরিকত্ব। পেয়েছি মা জননী শেখ হাসিনাকে। এর চেয়ে আর চাওয়া পাওয়ার কি থাকতে পারে। মা জননী আমাদের দেখবেন। উল্লেখ যে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় ভারত-বাংলাদেশের ১৬২ ছিটমহল। ছিটমহল বিনিময়ের পর থেকে ১৮১ কোটি টাকা বিশেষ বরাদ্দের মাধ্যমে বাংলাদেশের ১১১টি ছিটমহলে উন্নয়ন কাজ শুরু করে বাংলাদেশ সরকার। পাশাপাশি বিলুপ্ত ছিটমহলবাসীদের এগিয়ে নিতে কাজ করছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি তারা পেয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা সড়ক, ব্রিজ-কালভার্ট, মসজিদ-মন্দির। নিশ্চিত করা হয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ, ভিজিডি, ভিজিএফ, নলকুপ, স্যানিটারী ল্যাট্রিনসহ সরকারি সকল সুযোগ-সুবিধা।

মন্তব্য করুন


 

Link copied