আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

“রংপুরকে সর্বাধুনিক সিটি কর্পোরেশনকে রুপান্তরিত করবো”

শনিবার, ৪ আগস্ট ২০১৮, রাত ০৮:১৮

মমিনুল ইসলাম রিপন: স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ড. জাফর আহমেদ খান বলেছেন, শুধু এলাকার উন্নয়ন করলেই হবে না। উন্নয়নের টেকসই হতে হবে। পরিবেশ উপযুগি শিক্ষিত একটা সমাজ দরকার।  শিক্ষিত সমাজ না হলে জাতির এই উন্নয়ন টেকসই হবে না। এই রংপুর সিটি কর্পোরেশনকে আগামী দিনের একটা সর্বাধুনিক শিক্ষিত ও বিজ্ঞান মনস্কো সিটি কর্পোরেশনকে রুপান্তরিত করবো। আমাদের কেন্দ্রীয় সরকার ও আপনাদের স্থানীয় সরকার সমনিতভাবে কাজ করে যাবে। রংপুর এটা একটা বড় সিটি কর্পোরেশন। এর প্রত্যেকটা কাজ হাতে নেয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে এগুতে হবে। বিদেশি ফান্ড দিয়ে যারা পরিবেশ নিয়ে কাজ করছে, তাদের পাশে থাকতে হবে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ড. জাফর আহমেদ খান এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, কর্মকর্তাদের সাথে এক মত বিনিময়কালে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, পরিবেশ সম্পদের উন্নয়ন করবেন। আর এই কাজ টাকে টেকসই করতে হলে সবাইকে শিক্ষা ব্যবস্থার উপর জোর দিতে হবে। শিক্ষিত সমাজ না হলে কোনভাবেই টেকসই সমাজ তৈরি হয় না। রংপুরে শিক্ষার হার অনেক কম। ৬৫% শিক্ষার হার, তা ন্যাশনাল ইনভার্সিটির তুলনায় অনেক কম। আমাদের আরো আগাইতে হবে। আপনাদের শিক্ষার উপর জোর দিতে হবে।শিক্ষার উপর জোর দিতে গেলে তো আর পয়সাকড়ি লাগে না। আগে পয়সা কড়ি লাগে না। আগে নিজের আগ্রহ লাগে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, সচিব আবু সালেহ মোঃ মুসা তত্ত¡াবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, মাহমুদুর রহমান টিটিু, কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, সেকেন্দার আলী, আবুল কালাম আজাদ, নুরুন্নবী ফুলু, হারুন অর রশিদ, রহমতুল্লাহ বাবলা, নাছিমাজামান ও ফেরদৌসী বেগম। পরে তিনি রংপুর নগরীর ২নং ওয়ার্ডের উত্তম বাওয়াইপাড়াস্থ ঘাঘট নদীর উপর নির্মিত কালুর ঘাট ব্রীজের ফিতা কেটে উদ্বোধন করেন। এর পূর্বে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ড. জাফর আহমেদ খান রংপুর জেলা পরিষদ কর্তৃক নির্মানাধীন সিটি সেন্টার মাকের্েেটর নির্মাণ কাজ পরিদর্শণ করেন।  এ সময় রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, হারাগাছ মেয়র হাকিবুর রহমান, এলজিইডি অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, এলজিইডি রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ও নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied