আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

গণ পরিবহনে নারী যাত্রীদের স্বস্তিতে আইন, থাকছে জেল-জরিমানা

শনিবার, ৪ আগস্ট ২০১৮, রাত ০৯:৪৩

ডেস্ক: বদলে গেছে দেশ। কমেছে নারী-পুরুষের বৈষম্য। দেশের প্রতিটি সেক্টরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বর্তমান সরকার। এবার রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের সড়কে নারীদের ভোগান্তি কমবে আইনী ব্যবস্থা। জানা গেছে, নারী আসনে পুরুষ বসলে বা বসতে দিলে জেল জরিমানাও আইনে প্রণয়নে সায় দিয়েছে মন্ত্রিসভা। ২০১৭ সালের ২৭ মার্চ মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেয়া সড়ক পরিবহণ আইন ২০১৭- এর খসড়ায় বলা হয়েছে, কোন পুরুষ যদি বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত আসনে বসেন বা বসতে দেয়া হয় তবে তাকে এক মাসের জেল অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন নারীর অধিকার আদায়ে কাজ করা বিভিন্ন সংস্থা, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। নতুন এই আইনের বিষয়ে প্রচারণা, মানুষকে সচেতন করা এবং মোবাইল কোর্টের মাধ্যমে কিছু অভিযান চালিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া গেলে গণপরিবহণ আরও নারীবান্ধব হবে বলে মনে করেন তারা। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, নারীদের আসন নিশ্চিতে সরকার আইন করেছে। মিনিবাসে ৬ টি এবং বড় বাসে ৯ টি সিট নারীর জন্য সংরক্ষিত থাকবে। দ্বিতল বাসে এর সংখ্যা ১৩টি। চালক, কন্ডাক্টরদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। যাত্রীদের সাথে অশোভন আচরণ এবং তার দন্ড সম্পর্কেও আমরা লিখিত নির্দেশনা দেবো। আমরা সচেতনতামূলক আরও কর্মশালার আয়োজন করবো। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত তারা দেড় লাখ চালককে প্রশিক্ষণ দিয়েছেন যেখানে যাত্রীদের প্রতি বিশেষ করে নারীদের প্রতি আচরণের বিষয়টিও তাদের প্রশিক্ষণে আলোচনা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষের চেয়ারম্যান। আইন কিংবা অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানসিক পরিবর্তনের জায়গাটিতেও নজর দেয়া জরুরি বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। তারা বলছেন, পুরুষদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, নারীর প্রতি সম্মানের বিষয়টিতে তাদের খেয়াল রাখতে হবে এবং সেটি যদি পরিবার থেকে গড়ে ওঠে তাহলে গণপরিবহণে পুরুষদের আচরণে পরিবর্তন আসবে। আর নারীদের জন্য আলাদা বাসের সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছে সরকারি পরিবহণ সংস্থা বিআরটিসি। ঢাকা শহরে তাদের বহরে বর্তমান ১৭টি বাসের সঙ্গে আরও নতুন বাস যোগ হবে আগামী এক বছরে। সুতরাং আইন যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো গেলে গণ পরিবহনে নারীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে সক্ষম হবেন এমনটাই আশা সকলের।

মন্তব্য করুন


 

Link copied