আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ডোমারে কোরবানীর পশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮, বিকাল ০৫:১২

বিশেষ প্রতিনিধি ১৪ আগষ্ট॥ নীলফামারীর ডোমার উপজেলার কোরবানীপশুর হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। হাটগুলোতে ক্রেতাদের নিকট হতে গরু প্রতি তিন শত টাকাস্থলে হাট ইজারাদাররা সাড়ে চারশত শত টাকা আদায় করছে। ডোমার উপজেলার বসুনিয়াহাট, বোড়াগাড়ি হাট, গোমনাতীহাট, জোড়াবাড়িহাট, আমবাড়ি হাট, চিলাহাটি হাট, মির্জাগঞ্জ হাট ও ধরনীগঞ্জ হাট গুলোতে কোরবানীর ঈদ উপলক্ষ্যে পশুর হাটগুলো জমে উঠায় কেনা বেচা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগে হাট ইজারাদারগণ নির্ধারিত টোলের চেয়ে দেড়শত টাকা বেশী টোল আদায় করতে শুরু করেছে। অতিরিক্ত টোল না দিলে ক্রেতাদের গরু আটকি দেয়া হচ্ছে। গতকাল সোমবার (১৩ আগষ্ট) ও আজ মঙ্গলবার (১৪ আগষ্ট) উপজেলার এ সকল হাটে সরেজমিনে গেলে দেখা যায় নির্ধারিত তিনশত টাকার স্থলে ক্রেতাদের নিকট প্রতিগরু সাড়ে চার শত টাকা আদায় করা হচ্ছে। এ ছাড়া গরু বিক্রিতাতের নিকট হতে নেয়া হচ্ছে ১০০ টাকা করে। যা সম্পন্ন অবৈধ। গরু ক্রেতা ও বিক্রেতারা অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করলে তাদের লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। কোরবানীর গরু ক্রয় করতে আসা রবিউল ইসলাম নামে এক ব্যক্তি জানান, গরু ক্রয় করার পর গরু বিক্রেতার কাছে টোল বাবাদ সাড়ে তিন শত টাকা ও চাঁদা বাবদ আমার কাছে এক শত টাকা দাবী করে। কিসের জন্য চাঁদা এ বিষয়ে আমি জানতে চাইলে আমাকে ইজারাদারের লোকজন বলে এতো কিছু বলতে পারবো না। গরু কিনেছেন চাঁদা দিয়ে তার পর এখান থেকে যেতে হবে। ফলে বাধ্য হয়ে এক শত টাকা চাঁদা দেই। টাঙ্গাইল থেকে আসা গরু ব্যবসায়ী আমিনুল হক জানান, গরু প্রতি এতো টাকা টোল ও রাস্তায় বিভিন্ন চাঁদাসহ ঢাকায় নিয়ে যেয়ে গরু বিক্রি করে সে রকম কোন লাভ থাকে না। এ ব্যাপারে বসুনিয়া হটের ইজারাদার হাসিম হায়দার অপু সাংবাদিকদের বলেন, গরু বিক্রেতার কাছে সাড়ে তিন শত টাকা আর ক্রেতার কাছে এক শত টাকা নেয়া হচ্ছে। চাঁদার বিষয়ে তিনি বলেন, চাঁদা নয় ভ্যাট/ট্যাক্স। আর হাটে ইজারার তালিকা টাঙানোর নিয়মের বিষয়ে তিনি বীরদর্পে বলেন, যেহেতু আমার হাটে টাঙানো হয় নাই। তাহলে বুঝতে হবে আমি কোন নিয়ম মানি না। এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা উম্মে ফাতিমা জানান, এমন অভিযোগ পেয়ে হাট ইজারাদারদের ডেকে পাঠানো হয়েছে। তাদের অতিরিক্ত টোল আদায়ের কঠোরভাবে নিষেধ করা হবে। এরপর যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

মন্তব্য করুন


 

Link copied