আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

কলেজ ছাত্রীর সাথে অনৈতিক কার্যকলাপ; রাজারহাট থানার এস,আই ক্লোজড

রবিবার, ১৯ আগস্ট ২০১৮, বিকাল ০৬:৪০

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: কলেজ ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়ে জনতার হাতে ধরা পরার ঘটনায় রাজারহাট থানার এসআই মিজানুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে পুলিশ সুপারের কার্যালয়ে ওই কলেজ ছাত্রী,তার মা ও ছোটবোন সহ প্রত্যক্ষদর্শী ২ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দুধখাওয়া গ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের কলেজ পড়ুয়া কন্যার সাথে রাজারহাট থানার এসআই মিজানুর রহমান অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। গত চার মাস থেকে প্রায়ই রাতে মিজানুর রহমান ওই বাড়িতে যেয়ে মেয়েটির সাথে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এস,আই মিজানুর রহমান ওই বাড়ির একটি ঘরে মেয়েটির সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ঘরের দরজায় তালাবদ্ধ করে আটকে রাখেন। পরে শতশত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায় । এসময় অনেকে এসআই মিজানুর রহমানকে কিলঘুষি ও চরধাপ্পর মারে। গভীর রাতে খবর পেয়ে রাজারহাট থানার এসআই নুর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি আপোসরফার প্রস্তাব দেন। পরে স্থানীয় ইউপি সদস্য বিপ্লব ,আব্দুল কুদ্দুস,আতিক সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নগদ দেড় লক্ষ টাকা মেয়েটির হাতে দিয়ে বিষয়টি আপোস রফা করা হয়। শুক্রবার সকাল বেলা এসআই মিজানুর রহমানকে ছাড়িয়ে নিয়ে থানা আসেন এসআই নুর আলম। শুক্রবার বিষয়টি কুড়িগ্রামের পুলিশ সুপার অবগত হয়ে ওই রাতেই এসআই মিজানুর রহমানকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করেন। এদিকে গত শনিবার পুলিশ সুপারের নির্দেশে এঘটনার তদন্ত শুরু হয়েছে। এরঅংশ হিসেবে শনিবার রাজারহাট থানা পুলিশ ভ্যানে মিজানুর আটকের প্রত্যক্ষদর্শী ছোলায়মান আলী ও আব্দুল কুদ্দুস এবং ওই কলেজ ছাত্রী সহ তার মা ও বোনকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। পওে শনিবার বিকেলে পুলিশ সুপারের বাসভবনে এসব বিষয়ে পুলিশ সুপার মেহেদুল করিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এরআগে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমও তাদের জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানা যায়। এসময় এসপি (সার্কেল) ও রাজারহাট থানার ওসি উপস্থিত ছিলেন। স্থানীয় ইউপি সদস্য বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এসআই নুর আলম আমাকে ওই বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীর উপস্থিতিতে দেড় লক্ষ টাকায় বিষয়টি রফা দফা করা হয়েছে। এস আই মিজানুর রহমান জানান,মেয়েটি আমার ধর্ম বোন হওয়ায় মাঝেমধ্যে তার বাড়িতে যেতাম। বৃহ:বার রাতে একটা কাজে ওই এলাকা দিয়ে আসার পথে ওই বাড়িতে প্রবেশের পর কিছু মানুষ ধাক্কা দিয়ে ওই ঘরের ভিতর আমাকে আটকে রাখে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান এস,আই মিজানুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড এবং ওই কলেজ ছাত্রী ও তার মা বোন সহ অন্যদের জিজ্ঞাসাবাদের সত্যতা স্বীকার করে জানান,একটি তদন্ত কমিটি করা হচ্ছে,তাদের রিপোর্টের প্রেক্ষিতে এসপি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনা নিয়ে উত্তরবাংলা ডটকম এ প্রকাশিত সংবাদ: রাজারহাটে প্রেমিকাসহ থানার এসআই আটক; দেড় লক্ষ টাকায় রফাদফা

মন্তব্য করুন


 

Link copied