আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ইমরান-তিশার সঙ্গে রোমান্স (ভিডিও)

মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮, দুপুর ০৪:৪১

ডেস্ক: গতকাল মধ্যরাতে ইউটিউবে উন্মুক্ত হলো এই ঈদ উৎসবের অন্যতম মিউজিক ভিডিও ‌‘আমার এ মন’। যেখানে গানের ফাঁকে উঠে এসেছে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের লাদাখ অঞ্চলে চোখ জুড়ানো বিউটি। সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কণ্ঠশিল্পী ইমরান ও মডেল তানজিন তিশার রোমান্স।  গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত-কণ্ঠে যথারীতি ছিলেন ইমরান মাহমুদুল। আর ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গত ১ থেকে ৩ আগস্ট গানটির শুটিং হয়েছে লাদাখ অঞ্চলে। যেমনটা এর আগে আর কোনও অডিও গানের ক্ষেত্রে ঘটেনি। নিশ্চিত করেছেন ইমরান।  ‘চোখ জুড়ানো লোকেশন, তবে কষ্ট দিয়েছে অক্সিজেন সংকট’- লাদাখ থেকে ফেরার পর বাংলা ট্রিবিউনের কাছে এমন মন্তব্যই করলেন ইমরান। বললেন, ‘লাদাখের লোকেশন দেখার মতো। চোখে লেগে আছে এখনও। চারদিকে পাহাড়। তবে কোনও সবুজ নেই। অক্সিজেনের প্রচুর সংকট ছিল। শুটিংয়ের সময় আমরা বাড়তি অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রেখেছি। সব মিলিয়ে ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে কাজটি শেষ করলাম। এখন অপেক্ষায় আছি ভিডিওটি দেখে দর্শকদের প্রতিক্রিয়ার।’ এদিকে গান-ভিডিওটি প্রসঙ্গে তানজিন তিশা বললেন, ‘কি বলবো! মনে হচ্ছিল শুটিংয়ের পুরোটা সময় একটা স্বপ্নের মধ্যে ছিলাম। অসাধারণ একটি কাজ হয়েছে। ইমরান আর আমার আগের দুটি ভিডিওর চেয়েও এটি বেশি প্রশংসিত হবে বলে আশা করি।’ প্রসঙ্গত, ইমরানের জনপ্রিয় গান ‘বলতে বলতে চলতে চলতে’ এবং ‘শেষ সূচনা’র ভিডিওতেও মডেল হিসেবে দেখা গেছে তানজিন তিশাকে। সে হিসেবে নতুন গান-ভিডিওটি তাদের জন্য দানে দানে তিন দানের মতোই।

মন্তব্য করুন


 

Link copied