আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

নীলফামারীতে আরিফ হোসেন মুনকে সংবর্ধনা

শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮, রাত ০৮:৪২

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ৭ সেপ্টেম্বর॥ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে গত ২৯ আগষ্ট বাংলাদেশ-শ্রীলংকা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে শহরের জুম্মাপাড়াস্থ ভিশন ২০২১ কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে আরিফ হোসেন মুনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ক্রীড়া সংগঠক রাসেল আমিন স্বপনের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিশন-২০২১-র প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন, জেলা আঃলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রমেন্দ্র বর্ধন বাপ্পী, স্বাধীনতা চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুল হাসান চৌধুরী শাহিন, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু, বিএফএ সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, দৈনিক জনকণ্ঠের স্টাফ বিপোর্টার তাহমিন হক ববি, চানেল নাইনের জেলা প্রতিনিধি নুর আলম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীমা রহমান প্রমুখ। এ সময় আরিফ হোসেন মুন তার বক্তব্যে জানান,সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এপি, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ বাফুফের সকল কর্মকর্তা, জেলার বিভিন্ন স্থরের প্রতিনিধিদের সার্বিক সহযোগীতায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে গত ২৯ আগষ্ট বাংলাদেশ-শ্রীলংকা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হই। এই কৃতিত্ব আমার একার নয় ,এটি সকলের। তিনি এ সময় জানান নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আগামী মধ্য অক্টোবরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ডকাপের দুইটি সেমিফাইনাল ও আগামী ২০১৯ সালের জানুয়ারী মাসে দেশের বিপিএলের ১২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তিনি আগামী দিনে ওই সব খেলা সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য পুনরায় সকলের সহযোগীতা কামনা করেন।

মন্তব্য করুন


 

Link copied