আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুরে র‌্যাবের অভিযানে হেরোইনের সবচেয়ে বড় চালান আটক, গ্রেফতার ২

রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮, বিকাল ০৫:০৩

মমিনুল ইসলাম রিপন: মাদক বিরোধী অভিযানে উত্তরাঞ্চলের রংপুর থেকে হেরোইনের সবচেয়ে বড় চালান আটক করেছে র‌্যাব -১৩ এর একটি অভিযানিক দল। এতে সোহানা আক্তার ও বাবুল হোসেন নামে দুই মাদক সরবরাহকারীকে আটক করা হয়। এসময় একটি পিকআপ ভ্যানসহ তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৪টি সীমকাডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ২১ হাজার ৪৮০ টাকা উদ্ধার হয়েছে। শনিবার দিবাগত রাতে রংপুর মহানগরীর আশরতপুর ঢাকাইয়াপাড়া চাতালের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সহকারি পরিচালক এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আশরতপুর ঢাকাইয়াপাড়া চাতালের মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স আবু সাদেক ট্রেডার্স এর কাছ থেকে পাশ্ববর্তী এরশাদনগর গ্রামীণ ব্যাংকপাড়ার ওলিউর রহমান ওলির স্ত্রী সোহানা আক্তার (২৫) এবং চাপাইনবাবগঞ্জ জেলার হরিশপুর নতুনপাড়া এলাকার আলতাফ আলীর পুত্র বাবলু হোসেন (৪২) কে একটি পিকআপ ভ্যানসহ আটক করা হয়। এসময় তাদেরকে কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ২১ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলে হেরোইন পাচারের এটাই সবচেয়ে বড় চালান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহানা ও বাবুল দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন বলে স্বীকার করেছেন।

মন্তব্য করুন


 

Link copied