আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বিএনপির আন্দোলন মানে আষাঢ়ের তর্জণ গর্জণ-সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী

রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮, বিকাল ০৭:৫৩

স্টাফ রিপোর্টার নীলফামারী ৯ সেপ্টেম্বর॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানে আষাঢ়ের তর্জণ গর্জণ। গত ১০ বছরে সেটিই প্রমান হয়েছে। যারা রাস্তায় বের হন না তারা কী আন্দোলন করবেন। উত্তরাঞ্চলে আন্তনগন ট্রেন নীলসাগরে নির্বাচনীযাত্রা শেষে ঢাকায় ফেরার পথে আজ রবিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরের ভিআইপি লাউঞ্চে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, যদি কোন ব্যর্থ দলের নাম নাম নিতে হয় সেটি হলো বিএনপি। গত ১০ বছরে ২০ বারেরও বেশী আন্দোলনের ডাক দিয়ে ১০ মিনিটও রাস্তায় দাঁড়ানোর তাদের মুড়োর হয়নি। আন্দোলনের কর্মসূচি দিয়ে কেউ কেউ পল্টন অফিসে বসে প্রেস ব্রিফিং করেন, আবার কেউ এয়ারকন্ডিশন রুমে বসে হিন্দি সিরিয়াল দেখেন। তারা টেলিফোন করে পুলিশের গতিবিধির খবর নেন। চিরকালই এই দেশের মানুষ বিএনপিকে ব্যর্থ দল হিসেবে চিহ্নত করবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করবেন ভালো কথা, গঠন মূলক সমালোচনা করুণ। উস্কানি দিবেন না, হিংসা করবেন না, সামনে নির্বাচন আমরা আমাদের উন্নয়ন মূলক প্রচারণা করছি। দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে নেমেছি। সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্ত রাখতে আওয়ামী লীগ গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) ট্রেন যাত্রায় পথসভা করছে। একটা জনসভায় যে পরিমানে মানুষের ভোগান্তি হয় ট্রেন যাত্রায় সেটা হয় না। একটা ট্রেনে কতজনই বা যাত্রী থাকেন। যারা ছিলেন তারা গন্তব্যের স্টেশনে নেমে গেছেন। ওই ট্রেনে ঢাকার বিভিন্ন গণমাধ্যমের ৩৪ জন সাংবাদিক ছিলেন, তারাই আমাদের বড় বিচারক। তাদের প্রত্যেকে জিজ্ঞাসা করুন কোথায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। শেখ হাসিনার সরকারের উন্নয়নের পক্ষে গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) পথে পথে যে অচিন্তনীয়, অবিশ্বাস্য মানুষের গণজোয়ার হয়েছে তা আপনারা সম্প্রতিকালে দেখেনি। ওই গণজোয়ার দেখে তারা (বিএনপি) ভয় পেয়েছে। ওবায়দুল কাদের বলেন, মিডিয়ার একটি অংশ সরকার হঠাতে চায়। এ কারণে তারা দেশে বিভিন্ন গুজব ছড়াছে। এর আগে কোঠা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে উস্কানিমূলক খবর প্রকাশ করে সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ সত্যটা জানে, আপনরা কি করতে চাচ্ছেন। তাই উস্কানিমূলক খবর প্রকাশ থেকে বিরত থাকুন, তা না হলে সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে সরকারের পক্ষ নিয়ে। দেশের মানুষ নিরাপদে এবং শান্তিতে আছে মন্তব্য করে বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে আমাদের প্রতিপক্ষরা দেশকে অস্থিতিশীল করতে চায়, বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। আমাদের কাছে খবর আছে তারা দেশে বিদেশে বৈঠক করছে, কিভাবে ২০১৪ সালের মতোকরে আরো নাশকা, সহিংসতা করা যায়। কারণ বিএনপি বুঝতে পেরেছে, জনগনের ভোটে তাদের এবং দোষরদের আর জয়লাভ করার কোন সম্ভাবনা নেই। কাজেই হেরে যাওয়ার আশঙ্কাটা তাদের আরো প্রবল হয়েছে। সেই জন্য তাদের এখনকার টার্গেট কিভাবে নির্বাচন থেকে পালিয়ে যাওয়া যায়। পালাতে হলে সেই নাশকতা, সহিংসতার পরিবেশ সৃস্টি করতে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবেনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণের মুড তো গতকালকে দেখেছেন, এইযে জনস্রোত সেটিও দেখেছেন। গত ১০ বছরে বেগম জিয়া যখন বাহিরে ছিলেন তার ডাকেতো এই জনগণ সাড়া দেননি। প্রায় ৪০ মিনিট ব্যাপী সংবাদ সম্মেলনে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীর সফরসঙ্গী সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ। উল্লেখ্য যে, মন্ত্রী গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) ট্রেনযাত্রা শেষে রাত ৯টা ৫৬ মিনিটে দিকে নীলফামারীত পৌঁছে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কর্মীসভায় বক্তৃতা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মন্তব্য করুন


 

Link copied