আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

সৈয়দপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজন

রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮, দুপুর ০২:২০

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর॥ নীলফামারীর সৈয়দপুরে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে। অরাজনৈতিক ও ননএনজিও সংগঠন ‘তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থানীয় রেলওয়ে মাঠে ওই মেলার আয়োজন করা হয়। এ মেলার আয়োজনকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে আজ রবিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট এস আর প্লাজার দ্বিতীয় তলায় ওই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে মেলার আয়োজন বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংগঠন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) প্রধান নির্বাহী হিমাংশু মিত্র। সংবাদ সম্মেলনে বলা হল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) একটি অরাজনৈতিক এবং ননএনজিও সংগঠন। গেল ১৯৯৮ সালে সিলেটে ওই সংগঠনটির প্রথম আত্মপ্রকাশ ঘটে। তৃণমূল নারীর নানাবিধ সমস্যা থেকে উত্তরণ ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে ওই সংগঠনটি পথযাত্রা শুরু হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় গত ২০০৭ সালে ঢাকায়। বর্তমানে দেশের ৫২টি জেলায় এ সংগঠনের কার্যক্রম চালু রয়েছে। এর মোট সদস্য সংখ্যা রয়েছে প্রায় ১১ হাজার। আর তৃণমূল নারী উদ্যোক্তাদের উৎপাদিত ক্ষুদ্র ও কুঠির শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মেলা আয়োজনের মাধ্যমে বাজার সৃষ্টিই সংগঠনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এছাড়াও তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের স্কিল ডেভেলপমেন্ট ও নেতৃত্ব সৃষ্টিই সংগঠনের আদর্শ ও লক্ষ্যের মধ্যে রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সংগঠনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবারে কেন্দ্রীয়ভাবে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে নীলফামারীর বাণিজ্যিক ও শিল্প প্রধান শহর সৈয়দপুরে। এছাড়াও ওই দিন সোসাইটির নিজস্ব একটি শো-রুমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শহরের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজায় “ জীবনের পাঠশালা” নামের ওই শো-রুমটি সংগঠনের সদস্যদের দ্বারাই পরিচালিত হবে। সেখানে এ অঞ্চলের চাহিদার বিবেচনা করে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও কুঠির শিল্প পণ্য সামগ্রী স্থান পাবে বলে সংবাদ সম্মলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সংগঠনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ১৭ সেপ্টেম্বর। নীলফামারীর জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মেলায় মোট ৪০ টি স্টল থাকবে। মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করবেন। এছাড়াও মেলায় নারী উদ্যোক্তাদের জন্য ৮টি বিশেষ স্টল স্থান পাবে। মেলায় শিশুদের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে প্রতিদিন।। মাসব্যাপী মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস্) নীলফামারী জেলা শাখার উপদেষ্টা রুহুল আলম মাস্টার, সহসভাপতি মোছা. রশিদা আক্তার,সাধারণ সম্পাদক মোছা. জেসমিন বেগম, সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জোহরা প্রমূখ।

মন্তব্য করুন


 

Link copied