আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব এখন নীলফামারীতে॥ ২১ সেপ্টেম্বর শেখ কামাল স্টেডিয়ামে প্রীতিম্যাচ

বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮, রাত ০৯:২৫

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ১৯ সেপ্টেম্বর॥ প্রিমিয়াম লীগে চার বারের চ্যাম্পিয়ন মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব নীলফামারীর মাটি ছুঁয়েছে। আগামী শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের বসুন্ধরা কিংস এর সঙ্গে আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচ খেলতে নীলফামারীর এসে পৌছে ফুটবল দলটি। আজ বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপ থেকে তারা ঢাকার নামে। সেখান হতে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিকাল ৫টা ৪৬ মিনিটে নভো এয়ারের একটি বিমানে এসে পৌঁছে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের ফুটবল দল। ২৫ সদস্যের দলটি সেখান থেকে রাত্রী যাপনের জন্য যায় রংপুরের নর্থ ভিউ হোটেলে। দলের কোচ হিসেবে রয়েছেন আহমেদ রশীদ। সৈয়দপুর বিমানবন্দরে তাদের ফুল দিয়ে অভিনন্দন স্বাগত শুভেচ্ছা জানায় জেলা ক্রীড়া সংস্থা। এর আগের দিন গতকাল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীতে আসে বাংলাদেশের বসুন্ধরা কিংস ফুটবল দল। তারাও রয়েছে হোটেল নর্থভিউ-এ। এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উভয় দলের কোচ, টিম ম্যানেজার ও দলনেতা নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মিলিত হবে বলে জানালেন বসুন্ধরা কিংস এর সভাপতি ইমরুল হাসান। অপর দিকে আজ বুধবার বিকালে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ফুটবল দল অনুশীলন করেছে। এই স্টেডিয়ামেই তারা আন্তর্জাতিক প্রীতিম্যাচটি খেলবে। প্রায় ২১ হাজার দর্শক এই ম্যাচ উপভোগ করবে বলে আয়োজকরা আশা করছে। সেই সঙ্গে দর্শক হিসাবে বাংলাদেশস্থ মালদ্বীপের রাস্টদূত আইশাথ শান শাকির নীলফামারী আসার কথা রয়েছে বলে জানালেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন। বসুন্ধরা কিংস ফুটবল দলের হয়ে খেলবে রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টারিকান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস, গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালো, হাইতি ন্যাশনাল টীমের খেলোয়ার বিল ফোর্ড ও আফগানিস্থানের মার্সিও। অপর দিকে মালদ্বীপ ফুটবল দলে রয়েছে স্পেনের রুইজ পাজ এঞ্জেল লুইস, তুর্কমেনিয়া আমির গোরবানি ও উগান্ডার কিপসন আথুইরে। বিষয়টি নিশ্চিত করে বসুন্ধরা কিংস এর সভাপতি ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের স্পানিশ কোচ জেড অস্কার ব্রুজোন বলেন, প্রতিপক্ষ মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট কাব একটি শক্তিশালী দল। তারা প্রিমিয়ার লীগের চারবারের চ্যাম্পিয়ন। তাদের সাথে আমরা প্রতিযোগিতামুলক ভাবেই খেলতে চাই। প্রসঙ্গত, গত ২৯ আগষ্ট নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ওই খেলার আয়োজক ছিল বাফুফে। সেই ম্যাচে শেখ কামাল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২১ হাজার ৬৫০ আসনের উপরে ৩০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেছিল। আগামী ২১ সেপ্টেম্বরের খেলায় টিকেটের মূল্য সাধারণ ১০০টাকা, ভিআইপি ১০০০ টাকা রাখা হয়েছে। দর্শকের জন্য এবার রয়েছে র‌্যাফেল ড্র। প্রথম পুরষ্কার একটি ১০০ সিসির বাজাজ মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রিজ ও তৃতীয় পুরষ্কার একটি এলইডি টিভি। আয়োজকরা জানান, ২১ সেপ্টেম্বর খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। দর্শনার্থী প্রবেশের জন্য গেট খোলা হবে বেলা ১২টা থেকে।

মন্তব্য করুন


 

Link copied