আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

রংপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৮ উদ্যাপন

রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮, দুপুর ০৪:০৭

সংবাদ বিজ্ঞপ্তি: ৩০ সেপ্টেম্বর ২০১৮ (রবিবার), রংপুর: আজ সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর ও আরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব। আজ সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে গিয়ে সমাপ্ত হয়। অত:পর সার্কিট হাউজের কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর মো: রবিউল ইসলাম-এর সভাতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর মো: রবিউল ইসলাম। তিনি বলেন, ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ হয় যার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নাগরিকদের তথ্য পাওয়ার সকল অধিকার প্রদান করা হয়। এ সম্পর্কে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা সভা ও সার্বিক আয়োজন। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তাদের নিয়োগ ও তাদের নানা প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ চলমান। এরপর সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের কীনোট পেপার উপস্থাপন করেন সহকারী কমিশনার জান্নাতআরা ফেরদৌস। উন্মুক্ত আলোচনা পর্বে দিবসের তাৎপর্য ও করণীয় বিষয়ে উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নাগরিকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা তথ্য অধিকার আইন, ২০০৯ -কে কার্যকর করতে রংপুর জেলায় নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা বাড়ানো, তথ্যপ্রদানকারী কর্মকর্তার তথ্য হালনাগাদ, সিটিজেন চার্টার নিশ্চিতকরণ, অনলাইনের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা, ডিজিটালাইজেশন কার্যকর করা, তথ্য অধিকার আইনের সুফল পেতে সম্প্রতি পাশকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধনী এনে এটিকে আরো বেশি নাগরিক বান্ধব করা ও বর্তমানে ডিজিটাল প্রক্রিয়ায় অনেক অপরাধ সংগঠিত হচ্ছে যা জনগণের নিরাপত্তার স্বার্থে আরো সতর্কতার সাথে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগসহ ইত্যাদি সুপারিশ প্রদান করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব সার্বিক আয়োজনে সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই ২০০৯ সালে এ আইনটি পাশ করা হয়। এটি বিশে^র ১১৫টি দেশে বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সার্বিকভাবে উন্নতি করছে তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিকদের ক্ষমতায়িত করতে তথ্য অধিকার আইনকে বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মকর্তাগণ প্রজাতন্ত্রের কর্মচারী তাই জনগনের সেবা করাই প্রধান কাজ। জনগণ যেকোন আইন সম্মত তথ্য চাইলে সরকারি কর্মকর্তাগণ তথ্য দিতে বাধ্য। সে উদ্যোগে বিভিন্ন পর্যায়ে কাজ অব্যাহত রয়েছে। তথ্য কমিশন সার্বিকভাবে এ বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করছে। প্রশাসন এর দিক থেকে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এটি পর্যবেক্ষণে নাগরিকদের নিয়ে সকল পর্যায়ে কমিটি গঠণের উদ্যোগ গ্রহণ করেছি। তথ্য প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে যাতে তথ্যের প্রবাহকে গতিশীল করা যায় এবং আইনের সঠিক প্রয়োগ সম্ভব হয়। তিনি সরকারি-বেসরকারি সকলকে একে অপরের সহযোগী হিসেবে নিজ নিজ অবস্থানে থেকে তথ্য অধিকার আইনের প্রয়োগ ও প্রসারে একসাথে কাজ করার আহŸান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, সনাক সহ-সভাপতি এ এ এম মুনীর চৌধুরী, টিআইবি’র মো: আলমগীর কবির, ব্র্যাক প্রতিনিধি আবু সাঈদ প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সচেতন নাগরিক ও তরুণ শিক্ষার্থীসহ প্রায় শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied