আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

অবশেষে সেই প্রকৌশলীর বদলি; কালীগঞ্জে স্বস্তি

মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮, বিকাল ০৬:৩০

লালমনিরহাট প্রতিনিধি: একই কর্মস্থলে তিনি কাটিয়েছেন প্রায় সাত বছর। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম, দুর্নীতি থেকে শুরু বিভিন্ন অভিযোগ। সহকর্মীরাও ছিলেন তার উপর নাখোশ। সবমিলিয়ে কালীগঞ্জের সেই আলোচিত-সমালোচিত উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খানকে অবশেষে অন্যত্র বদলি করা হয়েছে। তবে তিনি নিজেই তদবির করে কালীগঞ্জ ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। তার এ বদলিতে ঠিকাদার থেকে শুরু করে অফিসের সহকর্মী এমনকি উপজেলা প্রশাসনের অনেক কর্মকর্তাও স্বস্তি প্রকাশ করেছেন। তাদের পাশাপাশি সাধারণ মানুষেরও অনেকে খুশি হয়েছেন। কারণ তার আমলে কাজ শুরু হয়ে সদ্য চালু হওয়া গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুসহ সংযোগ সড়ক নির্মাণে শুরু থেকেই দফায় দফায় উঠেছিল অনিয়মের অভিযোগ। এর বাইরে ঠিকাদারদের সাথে আঁতাত করে অনেক এলাকার বিভিন্ন অনিয়মেও উঠেছিল নি¤œমানের কাজের অভিযোগ। মোটা অংকের ঘুষ ছাড়া বিলেও সই করতেন না বলে অভিযোগ রয়েছে অনেক ঠিকাদারের। এই অবস্থায় সোমবার রাতে তিনি অনেকটা নিরবেই চলে গেলেন বলে জানা গেছে। তার বদলি উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেননি ঠিকাদাররা। আমন্ত্রণ পেয়ে সেখানে আসেননি প্রশাসনের অনেক কর্মকর্তা। ফলে নিজের অফিসেই দায়সারা ভাবে সহকর্মী ও হাতেগোণা কয়েকজনের উপস্থিতিতেই করতে হয়েছে অনুষ্ঠান। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে এসব তথ্য। স্বস্তি প্রকাশ করে কালীগঞ্জের একাধিক ঠিকাদার অভিযোগ করেন, ‘পারভেজ নেওয়াজ খান একজন দুর্নীতিবাজ প্রকৌশলী। তাকে ঘুষ না দিলে রাস্তা, কালভার্টসহ সরকারের উন্নয়নমূলক কাজে কৌশলে বাঁধা দিতেন। আবার মোটা অংকের ঘুষ ছাড়া বিলেও সই করতেন না তিনি। ফলে তার বদলির দাবি ছিল দীর্ঘদিনের’। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর দপ্তরে কর্মরত অনেকেই অভিযোগ করেন, ‘সে কখনোই আমাদের সাথে ভালো ব্যবহার করতেন না। তিনি টাকা ছাড়া কিছুই বুঝতেন না’। জানা গেছে, কালীগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর পরেই তাকে দেয়া হয় ভারপ্রাপ্ত হিসেবে উপজেলা প্রকৌশলীর দায়িত্ব। দায়িত্ব পাবার কিছুদিনের মধ্যেই তাকে দেয়া হয় তিস্তা নদীর ওপর সদ্য চালু হওয়া ৮৫০ মিটার দৈর্ঘ্যের গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু-সংযোগ সড়ক নির্মাণের। এর নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ১২৪ কোটি টাকা। সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই উঠতে থাকে নানা অনিয়মের অভিযোগ। স্থাপনের আগেই ভেঙ্গে পড়ে মূল সেতুর একাধিক গার্ডার। দফায় দফায় সংযোগ সড়ক নির্মাণ হলেও প্রায় প্রতিবারেই উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের দুদিন আগে সংযোগ সড়কের প্রায় ৪০ ফুটসহ একটি ব্রিজের একাংশ ধসের ঘটনা ঘটলে ব্যপক সমালোচনা শুরু হয় গণমাধ্যমে। এর আগে মূল সেতুর দক্ষিণ প্রান্তের ৫০০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণে তিনি নিজেই ‘ঠিকাদার’ ছিলেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, কাগজে-কলমে জনৈক এক ঠিকাদারের মাধ্যমে কাজ নিয়ে ওই ঠিকাদারের সাথে যৌথভাবে কাজ শুরু করলেও পরবর্তিতে টাকা নিয়ে ঠিকাদারের সাথে মনমালিন্য শুরু হয় ওই প্রকৌশলীর। ফলে একসময় ওই ঠিকাদার এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। দীর্ঘ সময়ে ধরে কাজ বন্ধ থাকার পর লালমনিরহাট এলজিইডি বিশেষ ব্যবস্থায় শেষ পর্যন্ত তড়িঘড়ি করে কাজ শেষ করে। সার্বিক বিষয়ে মুঠোফোনে কথা হলে কালীগঞ্জের বিদায়ী উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রায় সাত বছর সেখানে ছিলাম। তাই স্বাভাবিক নিয়েমেই বদলি হয়েছে’।

মন্তব্য করুন


 

Link copied