আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

ডোমারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮, রাত ০৮:৩৯

স্টাফরিপোর্টার, নীলফামারী ৪ অক্টোবর॥ নীলফামারীর ডোমার উপজেলা শহরের রেল স্টেশন বাজার সংলগ্ন সন্ন্যাসী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (৩ অক্টোবর) রাতে ওই ভাঙচুরের ঘটনাটি ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ গুপ্ত অভিযোগ করে বলেন, মন্দিরে প্রতিমা তৈরীর কাজ চলছিল। এর মধ্যে লক্ষ্মীর একটি মূর্তি রাতের আধারে ভেঙে ফেলে দুস্কৃতিকারীরা। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে জঘন্য এ ঘটনাটি ঘটিয়েছে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ডোমার উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায় বলেন.‘সাম্প্রদায়িত সম্প্রীতি বিনষ্ট করতে ওই মন্দিরের নির্মানাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দোষিদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী ব্যাপারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্দির কমিটির পক্ষে একটি অভিযোগ পাওয়া গেছে। মন্দিরে পাহারাদার ছিল কি না জানতে চাইলে ওসি বলেন, তারা জানিয়েছেন সেখানে একজন পাহারাদার ছিলেন, তার কোনো স্বজন মারা যাওয়ার কারণে পাহারাদার নাকি সেখানে গিয়েছিলেন। তার পরিবর্তে কাউকে সে রাখেননি এবং পুলিশকেও বিষয়টি অবহিত করেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, যদি কোনো দূস্কৃতিকারী এ ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, পৌর মেয়র মনছুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন


 

Link copied