আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আঃলীগকে ফের ক্ষমতায় আনতে হবে-নীলফামারীতে কাজী মুকুল

শনিবার, ৬ অক্টোবর ২০১৮, বিকাল ০৭:৪২

স্টাফরিপোর্টার,নীলফামারী ৬ অক্টোবর॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল বলেছেন, আমাদের নিজেদের অস্তিত্বকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ধারা বজায় রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। আমরা স্বাধীনতার স্বপক্ষের আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ধারন করে থাকতে থাকতে চাই। কোন অপশক্তি যদি ক্ষমতায় আসে তাহলে তারা “আমার সোনার বাংলা”কে চিরদিনের জন্য মুছে ফেলবে। আজ শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নীলফামারী জেলা স্কাউটভবনে “মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় কাজী মুকুল আরো বলেন, নির্বাচন আসলে দেশে সংখ্যলঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন নেমে আসে। আমাদের লক্ষ্য রাখতে হবে এবার যাতে কোন অপশক্তি এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালাতে না পারে। আমাদের সজাগ থাকতে হবে অপশক্তির সব অপচেষ্টা রুখে দেয়ার জন্য। সংগঠনের নীলফামারী জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ সহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম, দফতর সম্পাদক শেখ শাহনেওয়াজ পরাগ, সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ আব্দুর গফ্ফার, সদস্য মুক্তিযোদ্ধা মকবুল ই এলাহী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসিনা আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী জেলার সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায়, মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, শিক্ষাবিদ খোকারাম রায় প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied