আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

নির্বাচনী হালচাল: কুড়িগ্রাম-০১

সোমবার, ৮ অক্টোবর ২০১৮, দুপুর ০৪:১৪

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি: দেশে জাতীয় পার্টির দুর্গ খ্যাত কুড়িগ্রামের ৪টি আসন। আর এই দুর্গে আগামী একাদশ সংসদ নির্বাচনে হানা দিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। এখানকার সম্ভাব্য প্রার্থীরা একদিকে ছুটছেন ভোটারদের কাছে অপরদিকে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে চালাচ্ছেন জোর লবিং। আর এসবের মধ্যে নির্বাচনে আসার সম্ভাবনাই ঝুলে আছে বিএনপির। কুড়িগ্রামের ৪টি আসনে ১৯৭৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় জাতীয় পার্টির ১৫ প্রার্থী, আওয়ামী লীগের ৭ প্রার্থী, বিএনপির ২ এবং অন্যান্য দল ৪ প্রার্থী নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রাম-০১: কুড়িগ্রাম-১ আসন গঠিত হয়েছে দু’টি উপজেলা নিয়ে। এরমধ্যে নাগেশরী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন এবং ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় এই আসনটি। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৭২ জন। এই আসনে ১৯৭৩ ও ১৯৭৯ সালে আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক চৌধুরী নির্বাচিত হোন। পরবর্তীতে আওয়ামী লীগ কিংবা বিএনপির হেভিয়েট প্রার্থী না থাকায় জাতীয় পার্টির দখলে চলে যায় আসনটি। ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ১৯৯১ সালে জাতীয় পার্টিতে যোগদান করে নির্বাচিত হন আখম সহিদুল ইসলাম। এছাড়া টানা ৪ বার এমপি নির্বাচিত হন জাতীয় পার্টি প্রার্থী মোস্তাফিজুর রহমান। তাকে হটাতে এখন মাঠে চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, শিল্পপতি গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, কৃষক নেতা মজিবর রহমান বীরবল ও তার ছেলে মাজহারুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, মুক্তিযোদ্ধা ও শিল্পপতি আখতারুজ্জামান মন্ডল ও মুক্তিযোদ্ধা ওসমান গণি। ২০০৮ সালের নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনে শিল্পপতি গোলাম মোস্তফা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তবে মহাজোটের কারণে আসনটি ছেড়ে দিতে হয়। ২০১৪ সালে অবশ্য প্রার্থী বদল করে সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগরকে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু একই কারণে আসনটি ছেড়ে দিতে হয় জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানের কাছে।

মন্তব্য করুন


 

Link copied