আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ       

 width=
 

রংপুর সিভিল সার্জনের প্রতীকি দায়িত্ব পালন করলো মৌসুমী

সোমবার, ৮ অক্টোবর ২০১৮, রাত ০৯:২১

রনজিৎ দাস: এক দিনের জন্য রংপুর জেলার সিভিল সার্জনের প্রতীকি দায়িত্ব পালনের মধ্য দিয়ে মৌসুমী এক বিরল অভিজ্ঞতা অর্জন করলো।  আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের অংশ হিসাবে, প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতি বছর বিশ্বব্যাপী এবং বাংলাদেশে র্গালসটকেওভার উদ্যাপন করে। এই গার্লস টেকওভার এর উদ্দেশ্য হলো কিশোরী ও যুবনারীদের মধ্যে উচ্চাকাংখী হওয়ার স্বপ্ন জাগিয়ে দেওয়া এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা যে তারা স্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদর্শী এবং স্বাধীন।প্রতীকি দায়িত্ব পালনরে অংশ হিসেবে মৌসুমী রংপুর জেলার সিভিল সার্জনের প্রতীকি দায়িত্ব পালন করে। দায়িত্ব প্রাপ্ত হয়ে মৌসুমী প্রথমেই সিভিল সার্জনের অফিসের কর্মীদের সাথে পরিচিত হন, শুভেচ্ছ বিনিময় করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম (লেলিন) বিশেষ অতিথি গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, গওসুল আজিম চৌধুরী প্রোগ্রাম ম্যানেজার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর ডিভিশনাল অফিস ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার কমিউনিকেশনস্ স্পেশালিষ্ট প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর ডিভিশনাল অফিস বিপ্লবী রানী রায় একজন সিভিলসার্জনের দৈনন্দিন কাজের অংশ হিসাবে মৌসুমী প্রতীকি দায়িত্ব পালনকালে দৃষ্টি শক্তি পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহনকরে। প্রতীকি দায়িত্ব পালনকালে মৌসুমী গঙ্গাচড়া উপজেলার আরজিনিয়ামত কমিউনিটি ক্লিনিকে মা সমাবেশে অংশগ্রহন করেনএবং মা ও শিশ স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। মৌসুমী বলেন,গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের কমপক্ষে ৪বার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতেহবেএছাড়াও প্রসব পরবতী স্বাস্থ্য সেবাএবং শিশুদের স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য অনুরোধ করেন।এরপর মৌসুমী গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত কিশোরী সমাবেশে অংশগ্রহন করেন। সেখানে কিশোরীদের সাথে কৈশোর প্রজনন স্বাস্থ্য নিয়ে আলোচনাকরেন। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কৈশোরকালিন স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অনুরোধ করেন। মৌসুমী বলেন, কৈশোর কালিনসময়ে মেয়েদের অনেক শারীরিক পরিবর্তন হয়। এই সময়ে কোনসমস্যা দেখা দিলে কিশোরীদের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা বলেন। এছাড়া শিশু বিবাহের ক্ষতিকর পরিনতি নিয়ে আলোচনা করেন এবং মেয়েদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।মৌসুমী শিশু বিবাহ বন্ধে সকল মেয়ে শিশু ও যুবনারীদের সামনে এগিয়ে আসার এবং সবধরনের নির্যাতন প্রতিরোধে মেয়ে শিশু ও যুব নারীদের আওয়াজ তোলার পরামর্শ দেন। মেয়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা মৌসুমীর কাছে নতুন বিষয় নয়। সে তার এলাকায় শিশু বিবাহ বন্ধে জোর ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়। মেয়ে শিশুরা নেতৃত্ব দিতে এবং নেতৃত্বে পরিবর্তন আনতে সক্ষম যদি তারা একজোট হয়ে কাজ করতে পারে।  এক্ষেত্রে সরকার, সুশীল সমাজ, বানিজ্যিক প্রতিষ্ঠান, অভিভাবক, নারী, পুরুষ, ছেলেশিশু ও যুবরা একত্রিত হয়ে কাজ করবে যাতে জেন্ডার বৈষম্য কি, কেন এই জেন্ডার বৈষম্য, এটি দেখতে কেমন এবং কিভাবে এটাকে দূর করা যায় এই প্রশ্নগুলোর উত্তর খুজেঁ পাওয়া যায় এবং দূরীকরনে কাজ করতে পারে। এই র্গালসটকেওভার এর মধ্য দিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েশিশু ওনারীর প্রতি সকল প্রকারের নির্যাতন, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবার জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানায়।

মন্তব্য করুন


 

Link copied