আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বি. চৌধুরীকে ডেকে বাড়ি থেকে উধাও কামাল!

শনিবার, ১৩ অক্টোবর ২০১৮, বিকাল ০৫:০৮

ডেস্ক: বৃহত্তর ঐক্য গঠনের প্রক্রিয়ায় শনিবার নিজের বেইলি রোডের বাসায় বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং অন্যদের ডেকেছিলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।  আমন্ত্রণ পেয়ে বিকেলে বি. চৌধুরী নেতাদের নিয়ে বেইলি রোডের বাসায় যান। কিন্তু, ফটকে তালা ঝুলতে দেখেন। অনেকক্ষণ অপেক্ষার পরও কাউকে না পেয়ে তারা ফিরে আসেন। ঘটনাস্থলে ক্ষুব্ধ বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী বলেন, ‘ড. কামাল হোসেন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, আমরা সেখানে গিয়ে কামাল হোসেন দূরে থাক, গেট খুলে দেয়ার মতো একটি লোকও পাইনি।’ তিনি এই ঘটনাকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও নজিরবিহীন বলে মন্তব্য করেন।  মাহী বলেন, ‘এ ঘটনায় স্পষ্ট হয়ে গেল, কারা সত্যিকার অর্থে জাতীয় ঐক্য চান না।’ এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যা সাড়ে ৬টায় বারিধারায় সংবাদ সম্মেলন ডেকেছে যুক্তফ্রন্ট। বি. চৌধুরীর প্রেসসচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘সংবাদ সম্মেলনে স্যার (বি. চৌধুরী) তার বক্তব্য তুলে ধরবেন।’ এদিকে, গণফোরাম নেতারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবের তিনতলায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন। ধারণা করা হচ্ছে, আমন্ত্রণ জানানোর পরেও বি. চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ না করার বিষয়ে তিনি বক্তব্য তুলে ধরবেন।

মন্তব্য করুন


 

Link copied