আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বগুড়ায় বাসে পেট্রোল বোমা হামলার সাত আসামি ঢাকায় গ্রেফতার

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮, রাত ১০:০৩

বগুড়া: বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় ঢাকাগামী বাসে পেট্রোল বোমা হামলা মামলার ৭ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিরা সবাই বিএনপি ও যুবদলের নেতাকর্মী। জানা গেছে, শাজাহানপুর থানা ও ডিবি পুলিশ সোমবার রাতে মতিঝিলের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের বগুড়ায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হচ্ছেন শাজাহানপুর উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আজমল হুদা শহীদ, সাংগঠনিক আবু বকর সিদ্দিক রিপন, খরনা ইউনিয়ন যুবদল নেতা আবুল কাশেম, মঞ্জু মিয়া ও মজনু মিয়া। এদের মধ্যে বিএনপি নেতা আবুল বাশার ছাড়া অন্যরা এজাহারভুক্ত। বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী ও অন্যরা জানান, গত ১০ অক্টোবর একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হওয়ার পর বেলা ১টার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপজেলার সাজাপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল ক্লাসিকের একটি কোচে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে দুই নারী যাত্রী আহত হন এবং বাসটি ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় টহল পুলিশ ধাওয়া করে জেলা যুবদলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদক নুর মাহমুদ মুন্সীকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় এসআই রুম্মান হাসান মাহমুদসহ যুবদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, সোমবার রাতে গোপনে খবর পেয়ে ঢাকার মতিঝিলের হোটেল রাজ ইন্টারন্যাশনাল থেকে শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশারসহ যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা হাইকোর্টে আগাম জামিন নিতে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার তাদের থানায় আনা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, এজাহারে বাশারের নাম না থাকলেও তিনি ওই হামলার দায়িত্ব এড়াতে পারেন না। শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ তমিজ উদ্দিন নেতাকর্মীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন।

মন্তব্য করুন


 

Link copied