আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর –রংপুরে স্পীকার       রংপুরে বৃষ্টি নামে এক নারীর মরদেহ উদ্ধার       কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল       

 width=
 

রংপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাজে সজ্জিত পূজামণ্ডপ

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮, রাত ১০:৩৮

মমিনুল ইসলাম রিপন: আনন্দ মুখর আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। সারাদেশের মতো রংপুরেও ব্যতিক্রম সাজসজ্জা আর নজরকাড়া মণ্ডপে উৎসবে মেতে উঠেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে রংপুর মহানগরীর কামাল কাছনা দাসপাড়া কালি মন্দিরের পূজামণ্ডপে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। দেবী দূর্গার দর্শনের সাথে আগত দর্শনার্থীরা দেখছেন কৃত্রিম বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের আদলে সাজানো হয়েছে এই মণ্ডপটি। এবার ভিন্ন আঙ্গিকে তৈরি এই মণ্ডপটি সারা ফেলেছে সবার মাঝে। মায়ের আশির্বাদ নিতে এসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে খুশি অনেকেই। এসময় কথা হয় শ্রীমতি কল্পনা রাণী দাস, রিণা রানী দাস, রণজিৎ দাসসহ বেশ কয়েকজনের সাথে। তারা উচ্ছসিত কণ্ঠে জানান, বেশ ভালো লাগছে। উপভোগ করার মতো। এমন ভিন্ন আঙ্গিকে পুজামণ্ডপটি সাজানোয় পূজা উদযাপন কমিটিতেও স্বাগত জানান তারা।মায়ের আগমনে অশুভ শক্তিকে বিনাশের মধ্য দিয়ে ও শুভশক্তির আগমনে শান্তিপূর্ণ পরিবেশে এবার তৈরি হবে সারাদেশে এমন প্রত্যাশারও তাদের কন্ঠজুড়ে। এদিকে সকাল থেকেই নগরীর পূজা মণ্ডপগুলোতে মহা সপ্তমী অঞ্জলীর মধ্য দিয়ে পুরোহিতরা শুরু করেন দূর্গোৎসবের অনুষ্ঠানিকতা। ছোট-বড় বয়সী মানুষদের নজর কাড়তে পূজা মল্ডপগুলোর আশপাশে বসেছে মেলার স্টল। সেখানে দেশীয় হস্ত ও মৃৎশিল্পের পণ্য ছাড়াও মুখরোচক খাবারের পরসা সাজিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য জানান, রংপুর জেলাতে ৯৪১টি পুজামন্ডবে পুজা উদযাপিত হচ্ছে। সবাই উৎসবের আমেজেই বৃহৎ এই দূর্গোৎসব উপদযাপন করছে।

মন্তব্য করুন


 

Link copied