আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নীলফামারী যুব প্রশিক্ষণ কেন্দ্র ও তিনটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন

রবিবার, ২১ অক্টোবর ২০১৮, বিকাল ০৭:১৯

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফরিপোর্টার নীলফামারী ২১ অক্টোবর॥ নীলফামারী যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং সৈয়দপুর, ডোমার ও জলঢাকা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় গনভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ গুলোর উদ্ধোধন করেন। এ জন্য নীলফামারীর নবনির্মিত যুব প্রশিক্ষণ চত্বরে বিশাল প্যান্ডেল করা হয়। প্রধানমন্ত্রী নীলফামারীর যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং সৈয়দপুর, ডোমার ও জলঢাকা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন উপজেলা পর্যায়ের ৬৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম, ৬টি জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টি স্পোর্টস ইন্ডোর কমপ্লেক্স উদ্বোধন করেন। প্রধান মন্ত্রীর সঙ্গে নীলফামারীর এই ভিডিও কনফারেন্সের নেতৃত্বে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় নীলফামারীর উন্নয়ন চিত্রের একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী নীলফামারীর উত্তরা ইপিজেডের নারী শ্রমিক, ডোমারের ক্ষুদ্র নারী উদ্যোক্তা ও জলঢাকা উপজেলার এক প্রতিবন্ধি উদ্যোক্তার সাথে কথা বলেন। মঙ্গাদুরীকরণ ও শিল্পকরকারখানা গড়ে ওঠা নীলফামারী আজ উত্তরের শিল্পনগরীতে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মঞ্চে ছিলেন নীলফামারীর সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। অপরদিকে নীলফামারীর মঞ্চে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কামাল উদ্দিন বিশ্বাস, যুব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক এস.এম সেলিম রেজা, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী ৫৬ বিজিবি কমান্ডার লে. কর্ণেল আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মকছেদুল মোমিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) সরকার ফারহানা আখতার সুমি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু। এছাড়া জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনুর আলম, (সার্বিক) আজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, যতবেশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা সম্পৃক্ত করতে পারবো তত বেশি তাদের চরিত্র দৃঢ় হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক-জঙ্গি এ ধরনের বিপথে ছেলেমেয়েরা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা একান্তভাবে অপরিহার্য। খেলাধুলার সঙ্গে আমাদের শিশু-তরুণরা যত বেশি সম্পৃক্ত হবে-আমি মনে করি শারিরীকভাবে তারা সুস্থ থাকবে, মানসিকভাবে তারা দৃঢ়চেতা হবে, মনোবল বৃদ্ধি পাবে, দেশ ও জাতির জন্য তারা গৌরব বয়ে আনবে, পরিবারের জন্য গৌরব বয়ে আনবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলায় গুরুত্ব দেই। ছেলেমেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে সেদিকে লক্ষ্য রেখে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। আমরা চাই ছেলেমেয়েরা যেনো আরো বেশি খেলাধুলায় সম্পৃক্ত থাকে। খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমাদের পরিবারও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আমি স্পোর্টস পরিবারেরই একজন। দেশীয় খেলাধুলার বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন পদেেপর কথা তুলে ধরে বলেন, স্থানীয় খেলাধুলাগুলো যেন হারিয়ে না যায়। আমরা সেগুলোকে উৎসাহিত করছি। যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদেেপর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।

মন্তব্য করুন


 

Link copied